Twitter Introduces New Feature: সাম্প্রতিক সময়ে স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষ হয়তো খুব কমই রয়েছেন বিশেষ করে তরুণ প্রজন্মের হাতে স্মার্টফোন থাকবেই। আর স্মার্টফোনের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যম যার মধ্যে অন্যতম হলো ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এর মত প্ল্যাটফর্মগুলি।
অন্যদিকে রয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ যার মাধ্যমে শুধুমাত্র মেসেজ নয় অডিও কল এবং ভিডিও কল করা সম্ভব। পাশাপাশি করো না পরিস্থিতির কথা মাথায় রেখে এই সুবিধা নিয়ে এসেছে ফেসবুক মেসেঞ্জার এবং instagram তবে এতদিন টুইটারে কোনভাবেই ভিডিও কলিং এবং অডিও কলিং করা যেত না।
তবে সম্প্রতি টুইটারের নতুন সিইও ইলন মাস্ক একটি ঘোষণা করেছেন যেখানে বলা হয়েছে আগামী কিছুদিনের মধ্যেই টুইটারে যুক্ত হবেন নতুন ফিচার যার মাধ্যমে এনক্রিপটেড মেসেজ এবং ভিডিও কলিং ও অডিও কলিং করতে পারবেন গ্রাহকরা। মূলত টুইটার সাধারণ মানুষ খুব কমই ব্যবহার করেন সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই তারকারা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের রাজত্ব চলে।
তবে এই নতুন ফিচার যুক্ত হলে সাধারণ মানুষ টুইটারে আরো আগ্রহী হবে বলেই আশা করা যায়। এক কথায় বলতে গেলে টুইটারে মেসেজ করা এখন থেকে আরো ভরসাযোগ্য কারণ এনক্রিপটেড মেসেজ এর মত সুরক্ষা দিচ্ছে সংস্থা। শুধু তাই নয় পাশাপাশি ভিডিও কল কিংবা অডিও কল করতে কোন নম্বর দিতে হবে না কারণ টুইটার আইডির মাধ্যমে অন্যের কাছে পৌঁছে যাবে কল।