আপনি কি সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সার? অথবা এরকম কাউকে চেনেন? তাহলে বুঝতে পারবেন তাঁদের কাজটা কিন্তু খুব সহজ নয়৷ কারণ কন্টেন্ট তৈরি করা এখটা জটিল, সময় সাপেক্ষ, খরচ সাপেক্ষ কাজ৷ এক্ষেত্রে সবথেকে বেশি প্রয়োজন একাগ্রতা৷ সমগ্র বিশ্বে লক্ষ লক্ষ ইনফ্লুয়েন্সার রয়েছেন৷ তাই এই জগতে প্রতিযোগিতা খুবই৷ কিন্তু জানেন কি এত চ্য়ালেঞ্জের মধ্য়ে একজন ইনফ্লুয়েন্সার প্রতি মাসে ৯ লক্ষ টাকা করে উপার্জন করছেন৷ অবাক লাগছে শুনে? এটা শুনে আরও অবাক হবেন যে, সেই ইনফ্লুয়েন্সার কিন্তু কোনও রক্ত-মাংসের মানুষ নন৷ তিনি হলেন Aitana, এক স্প্যানিশ এআই ইনফ্লুয়েন্সার৷
আইতানার ইনস্টাগ্রাম বায়ো জানাচ্ছে সে একজন গেমার এবং ফিটনেস লাভার৷ তাঁর প্রায় ৩ লক্ষের বেশি ফলোয়ার্স রয়েছে এবং বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করতে দেখা যায় তাঁকে৷ বহু পেইড প্রোমোশন করে আইতানা৷ আর এর থেকে একটা বিষয় স্পষ্ট যে, এই স্প্যানিশ এআই-এর জনপ্রিয়তা কিন্তু ভালোই৷
একটি রিপোর্ট অনুযায়ী, আইতানা প্রতি মাসে প্রায় ১০,০০০ ইউরো (প্রায় ৯ লক্ষ টাকা) উপার্জন করেন৷ The Clueless সংস্থার প্রতিষ্ঠাতা Ruben Cruz, আইতানার সৃষ্টিকর্তা৷
এক সাক্ষাৎকারে আইতানার সৃষ্টিকর্তা জানান, তাঁদের বহু প্রজেক্ট বাতিল হয়ে যাচ্ছিল, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল৷ তাই ক্রিয়েটররা সিদ্ধান্ত নেন যে তাঁরা নিজেদের একটি মডেল তৈরি করবেন, যেটি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করবে৷ আর সেখান থেকেই আইতানার জন্ম৷