Tech News: গ্রাহকদের জন্য দূর্দান্ত অফার নিয়ে এল VI, জানুন বিস্তারিত

Tech News: বর্তমানে প্রযুক্তি আগের থেকে অনেক উন্নত হয়েছে, যার মূলে রয়েছে বিভিন্ন টেলিকম সংস্থা। আর আমাদের দেশে টেলিকম সংস্থা বললে সবার প্রথমে যে সমস্ত সংস্থার নাম মনে আসে তাদের মধ্যে অন্যতম হলো জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া।

VI introduces amazing offers for customers

Tech News: বর্তমানে প্রযুক্তি আগের থেকে অনেক উন্নত হয়েছে, যার মূলে রয়েছে বিভিন্ন টেলিকম সংস্থা। আর আমাদের দেশে টেলিকম সংস্থা বললে সবার প্রথমে যে সমস্ত সংস্থার নাম মনে আসে তাদের মধ্যে অন্যতম হলো জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া (VI)। যদিও এদের মধ্যে অনেকটাই পিছিয়ে রয়েছে ভোডাফোন আইডিয়া প্রাথমিকভাবে এই দুটি সংস্থা আলাদা আলাদা টেলিকম কোম্পানি হলেও বর্তমানে তারা একই সাথে কাজ করছে।

সম্প্রতি গোটা দেশে জোয়ার এনেছে ফাইভ জি নেটওয়ার্ক পরিষেবা তবে এখনো পর্যন্ত ফোরজি নেটওয়ার্ক পরিষেবাতেই আটকে রয়েছে ভোডাফোন আইডিয়া। অন্যদিকে মুকেশ আম্বানির সংস্থা জিও এবং এয়ারটেল প্রতিদিন তাদের পরিষেবাকে আরো উন্নত করে চলেছে। আর ঠিক সেই কারণে দেশের প্রায় সর্বপ্রথম চালু হওয়া টেলিকম সংস্থা এখন অনেকটাই বিপন্ন। তবে বর্তমানে গ্রাহকদের কাছে পৌঁছে যেতে আবারও চেষ্টা শুরু করেছে ভোডাফোন আইডিয়া।

সম্প্রতি ভিআই এর পক্ষ থেকে দুটি জনপ্রিয় প্ল্যান লঞ্চ করা হয়েছে যার মধ্যে একটি হলো ৩৬৮ টাকা এবং অপরটি হলো ৩৬৯ টাকা। যার মধ্যে প্রতিদিন আপনি পাবেন ২ জিবি ইন্টারনেট পরিষেবা এবং বিভিন্ন ওটিটি সাবস্ক্রিপশন। এখন অনেকেই হয়তো ভাবতে পারেন তাহলে এই দুটির মধ্যে পার্থক্য কি।

তাহলে বলে রাখি এই দুটোর মধ্যে একটি পার্থক্য রয়েছে যা মাত্র এক টাকার মূল্যকে অনেক গুণ বাড়িয়ে তুলেছে কারণ ৩৬৮ টাকা মূল্যের যে ব্যক্তি তার মধ্যে থাকছে SunNxt এর সাবস্ক্রিপশন এবং অন্যটি অর্থাৎ ৩৬৯ টাকার বিনিময়ে আপনি পাবেন Sony LIV এর সাবস্ক্রিপশন।