Tech News: বর্তমানে স্মার্টফোন নেই এমন মানুষ হয়তো কমই আছেন। এক কথায় বলা যায় স্মার্টফোন আমাদের প্রতিটা মুহূর্তের সঙ্গী। একে অপরের সাথে যোগাযোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের খুঁটিনাটি তথ্য সবই মুহূর্তের মধ্যে পাওয়া যায় স্মার্টফোনের মাধ্যমে। তাছাড়া বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি থেকে শুরু করে অনলাইন গেম সবই সম্ভব স্মার্টফোনের মাধ্যমে।
বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে গেমিং স্মার্টফোন খুবই জনপ্রিয়। ঠিক সেই কারণেই বিভিন্ন সংস্থা তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে মাঝেমধ্যেই লঞ্চ করে বিভিন্ন গেমিং স্মার্টফোন। ঠিক এইরকম একটি সংস্থা হল iQOO। বর্তমানে এই সংস্থা লঞ্চ করেছে আরও একটি গেমিং স্মার্টফোন। যার নাম iQOO Neo 7Pro 5g। এর মধ্যে আপনি পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস প্রসেসর এবং জেনারেশন 1 চিপসেট।
বর্তমানে স্মার্টফোনের দাম রাখা হয়েছে প্রায় আটত্রিশ হাজার টাকা। ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিনের সাথে আপনি যাবেন 5000 এম এইচ এর ব্যাটারি। তাছাড়া পাবেন 16gb Ram এবং 256gb ইন্টারনাল স্টোরেজদের সুবিধা। অন্যদিকে সংস্থা দিচ্ছে ১২০ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্ট যার মাধ্যমে প্রায় পাঁচ মিনিটের মধ্যেই আপনার ফোন ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে।
একই সাথে আপনি পেয়ে যাবেন ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। পাশাপাশি সমস্যা জানাচ্ছে এই স্মার্টফোনের মধ্যে থাকছে উন্নত মানের গ্রাফিক্স এবং থ্রিডি অ্যানিমেশনের সুবিধা। অর্থাৎ শহরে আপনার স্মার্টফোনটিতে থ্রিডি অ্যানিমেশন যুক্ত গেম সাপোর্ট করবে।