Tech News: মাত্র ৯৯৯ টাকায় টেবিল ফ্যান, লাগবে না কোন বিদ্যুৎ সংযোগ

Tech News: গরম পড়তে যে আর খুব একটা বেশি দেরি নেই তা ইতিমধ্যেই জানান দিতে শুরু করেছে আবহাওয়া। যদিও বর্তমানে আকাশের মুখ কখনও ভার আবার কখনও রোদ ঝলমলে।

Table fan for only 999 taka, no electricity connection required Tech News in Bengali

Tech News: গরম পড়তে যে আর খুব একটা বেশি দেরি নেই তা ইতিমধ্যেই জানান দিতে শুরু করেছে আবহাওয়া। যদিও বর্তমানে আকাশের মুখ কখনও ভার আবার কখনও রোদ ঝলমলে। কিন্তু তার মধ্যেও গ্রীষ্মের জানান দিচ্ছে দুপুরের চড়া রোদ। আর সেই ভাবে বলতে গেলে এই সবে শুরু এখনও গ্রীষ্মের দাপট সেই ভাবে শুরু হয়নি। অথচ বাড়িতে বাড়িতে শুরু হয়েছে ফ্যানের পথ চলা, অনেকে আবার এসি ম্যাকানিক ডেকে একটু সার্ভিসিংও করিয়ে রাখছেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তবে গ্রীষ্মের সাথে সাথে আরও একটি সমস্যা হল পাওয়ার অফ বা লোডশেডিং। আর সামনেই কালবৈশাখী, তাই ঘণ্টার পর ঘণ্টা যে বিদ্যুতের কোন চিহ্ন থাকবে না সেটা বলাই বাহুল্য। ভাবছেন ইনভার্টার কিনবেন কিন্তু তার যা দাম তা শুনেই মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার পালা। আর সেই ভাবে বলতে গেলে বর্তমানে বিদ্যুৎ যাওয়ার উপদ্রপ খুব একটা নেই। কোন সমস্যা কিংবা ঝড় বৃষ্টি ছাড়া। তাই বাড়িতে আনতে পারেন রিচার্জেবেল ফ্যান। যা একবার চার্জেই ঘুরবে ১৬ ঘণ্টা।

শুধু তাই নয়, অত্যন্ত হালকা এই ফ্যানকে আপনি ইচ্ছে করলেই এক জায়গা থেকে অন্য জায়গাই নিয়ে যেতে পারেন সহজেই। আর দামের দিক থেকে বলতে গেলে মাত্র ৯৯৯ টাকা। অন্যদিকে বাড়তি পাওনা হিসাবে রয়েছে কুলারের মতো ব্যবস্থা। ফ্যানের সাথে রয়েছে একটি ছোট্ট ট্যাঙ্কি, যার মধ্যে একবার জল ভরলে প্রায় ২০ মিনিট হালকা করে জল স্প্রে করবে সাথে দেবে ঠাণ্ডা হাওয়া। তাই বেশি দেরি না করে আজই অনলাইনে বুক করুন এই নতুন ফ্যান।