Online Transaction: বর্তমানে গোটা দেশ ডিজিটাল সেবার দিকে অনেকটাই এগিয়ে আছে, যত দিন বাড়ছে দেশের প্রযুক্তি ততই উন্নত হচ্ছে। আর তারই উদাহরণ হল ডিজিটাল লেনদেন। কেন্দ্রীয় সরকার বিগত কয়েক বছর ধরে ডিজিটাল লেনদেনের উপর জোর দিয়েছে।
বর্তমানে রাস্তার মোড়ের দোকান থেকে শুরু করে বড় বড় শপিংমল সব জায়গাতেই গ্রহণ করা হয় এই ডিজিটাল লেনদেন, যার ফলে একই সাথে অনেকটা টাকা বহন করতে হয় না। তবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ডিজিটাল লেনদেনের সময় অনেকটাই সময় লেগে যায় কিংবা অনেক ক্ষেত্রে লেনদেন ফেল হয়ে যায়, তাই এবার নতুন ফিচার নিয়ে এলো UPI। গত সেপ্টেম্বর মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই প্রযুক্তির কথা জানিয়েছিল।
আর এবার PhonePe তাদের অ্যাপে নিয়ে এলো UPI লাইটের সুবিধা। যার মাধ্যমে দুশো টাকা পর্যন্ত লেনদেন করা যাবে সহজে। সাধারণত লেনদেনের সময়সীমা কমানো এবং জালিয়াতির রুখতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যার মাধ্যমে সরাসরি কিউআর কোড স্ক্যান করে পাঠানো যাবে টাকা অন্যরকম UPI পিন দরকার হবে না।
PhonePe অ্যাপ এর মাধ্যমে UPI লাইট অপশন খুললেই এই পরিষেবা সক্রিয় হয়ে যাবে। যেখানে আপনি একসাথে ২০০০ টাকা পর্যন্ত জমা রাখতে পারেন কিন্তু ২০০ টাকার বেশি কোনভাবেই লেনদেন করা যাবে না। অন্যদিকে অনলাইন লেনদেনের মতো নিজের ব্যাংক থেকে সরাসরি মেসেজ আসবে আপনার ফোনে।