Cyber crime: ভোটের মুখে সাইবার হানার শিকার থেকে বাঁচতে রইল সাইবার গুরুর টিপস

আদিত্য ঘোষ, কলকাতা: ভোটের মুখে আবার সাইবার হানার শিকার বেড়েছে। ইদানীং ফোন থেকে টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনা কিংবা ডিপ ফেক ছবির (Cyber crime) রমরমা…

Cyber Expert Sandeep Sengupta

আদিত্য ঘোষ, কলকাতা: ভোটের মুখে আবার সাইবার হানার শিকার বেড়েছে। ইদানীং ফোন থেকে টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনা কিংবা ডিপ ফেক ছবির (Cyber crime) রমরমা বাজার বেশ সরগরম। এছাড়াও এটিম থেকে টাকা তোলার পরে আরও কিছু টাকা তোলার মেসেজ পেয়েই চমকে গেলেন ? অথচ এটিম আপনার কাছেই!এইরকম সাইবার প্রতারণার ঘটনা কিন্তু আজকাল হামেশাই ঘটে চলছে। তাই সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত সর্বদা সতর্ক থাকার পরামর্শ দিলেন।  kolkata 24×7- এর পাঠকদের জন্য তিনি দিলেন বিশেষ পরামর্শ।

১) কোন কোন অ্যাপ্লিকেশন থেকে দূরে সতর্ক থাকব ?
এনিডেস্ক (Anydesk), টিম ভিউয়ার(TeamViewer), কুইক সাপোর্ট(QuickSupport) এইধরনের অ্যাপলিকেশন থেকে সতর্ক থাকবেন৷ অর্থাৎ রিমোট এক্সেস অ্যাপ থেকে সাবধান। একটি মোবাইল রিমোট অ্যাক্সেস অ্যাপ্লিকেশন হল এমন সফ্টওয়্যার যা আপনাকে আপনার অ্যান্ড্রয়েড / আইওএস ফোন থেকে আপনার বা অন্য কারও ডিভাইস অ্যাক্সেস করতে দেয়, এছাড়াও দূর থেকে একটি ল্যাপটপ বা পিসি অ্যাক্সেস এবং নিয়ন্ত্রণ করতে দেয় বা বিপরীতভাবে। বাসা থেকে কাজ করার সময় বা তার বিপরীতে আপনার অফিসের ফাইলগুলি পরিচালনা করার প্রয়োজন হলে এই অ্যাপ্লিকেশনগুলি সবচেয়ে সহজ।

২) প্লেস্টোরে যে অ্যাপ্লিকেশন থাকে না, সেগুলো ডাউনলোড করার ক্ষেত্রেও কি সতর্ক থাকতে হবে?
সেগুলোর সম্বন্ধে জেনে তবেই ডাউনলোড করা উচিৎ। তাদের রেটিং এবং রিভিউ জেনে নিয়ে তবেই এগোনো ভাল।

৩) ফেসবুক, ইনস্টাগ্রামের ক্ষেত্রে সতর্ক থাকার উপায় কী? কী করে বুঝব প্রোফাইলটি যে কোনও প্রোফাইল ফেক?
এটা বোঝা মুশকিল তবে প্রাধানত এক বছরের বেশী সময় ধরে থাকা প্রোফাইল ফেক হয় না আবার তিন মাসের কম নতুন প্রোফাইল খোলা হলে সেটি ফেক হতে পারে।

৪) পর্ন সাইটে প্রচুর ট্রাফিক। সেই সাইটে ঢুকলে কী কী সতর্কতা অবলম্বন করব?
সবচেয়ে বেটার এই সাইটগুলি ভিজিট না করা।

৫) যে কোনও থার্ড পার্টি অনলাইনে পেমেন্ট অ্যাপ্লিকেশন কতটা সেফ? গুগুল প্লে অথবা পেটিম কোনটা সেফ?
সব অ্যাপ্লিকেশনই সেফ যতক্ষণ না পর্যন্ত তুমি ভুল করছো। অনলাইনে কারুর সঙ্গে পিন শেয়ার করবন না। কোনও অপরিচিত ব্যক্তির দেওয়া কিউআর কোড স্ক্যান করবেন না।

৬) বয়স্ক মানুষদের জন্য কী সতর্কবার্তা দেবেন?
এটিমের পিন কাউকে শেয়ার করবেন না। কোনও অপরিচিত ব্যক্তিকে ফোন নম্বর শেয়ার করবেন না। এটিম কার্ডের বিষয়ে কোনও তথ্য দেবেন না। আর কোনও ব্যক্তি যদি কোনও কারণে ভয় দেখায় তাহলে বুঝবেন সেটা ফেক।

৭) টেলিগ্রাম কি সেফ ?
একদমই নয়। এটি হ্যাকারদের আখড়া। আসলে টেলিগ্রামে ট্রাক করা একটু সমস্যার তাই এটি হ্যাকারদের আখড়া।

৮) অনেক যুগলই নিজেদের খোলামেলা ছবি পাঠানোর জন্য সমাজ মাধ্যমের ব্যবহার করেন। এটা কি সেফ? আর সেফ হলেও কোন মাধ্যম সেফ।
ছবি যদি ফোনে থাকে তাহলে সেটি মুছে ফেলুন। DBAN software ব্যবহার করে মুছে ফেলুন। ফ্যাক্টরি রিসেট দিলেও অনেক সময় ছবি থেকে যায়। আর যদি সেই ছবি ফিরিয়ে আনতে চাও তাহলে ফরেন্সিক টুল ব্যবহার করে ছবি ফিরে পাওয়া যেতে পারে।

৯ ) এটিএম জালিয়াতি থেকে বাঁচার উপায় কী ?
এমন এটিএম ব্যবহার করুন যেখানে সিকউরিটি গার্ড আছে। আর এটিম সকেট দেখে নিন।

১০) কী করে বুঝব ফোন হ্যাক হয়েছে?
ফোন যদি আচমকা খুব গরম হয়ে যায়, হুট করে ব্যাটারি চলে যায় তাহলে সতর্ক হবেন।

১১) আমরা যদি হঠাৎ এমন কোনও অযাচিত লিঙ্ককে ক্লিক করে দিই, তারপরে কী করা উচিত
নিজের বাঙ্কের স্টেটমেন্ট চেক করুন। বিপদ বুঝলে ১৯৩০ অভিযোগ করুন।

১২) আজকাল যে কোনও সাইটে ঢুকতে গেলে নিজেদের মেল আইডি ব্যবহার করতে হয়, এইটা কি সেফ?
নিজের দুটি মেল আইডি রাখুন। সেটা সুবিধের। একটা সম্পূর্ণ কাজ ভিত্তিক আর অন্যটা এইসব কাজের জন্য ।

বক্তা- সন্দীপ সেনগুপ্ত
ডিরেক্টর- ইন্ডিয়ান স্কুল অফ অ্যান্টি হ্যাকিং