নতুন অবতারে আসছে সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটার, সঙ্গে থাকছে দুর্দান্ত ফিচার

বর্তমানে ভারতের বাজার চেয়ে ফেলেছে বিভিন্ন দেশী বিদেশি সংস্থার বৈদ্যুতিক গাড়ি এবং স্কুটার। কারণ দেশে তেলের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে যে সাধারণ মানুষের…

electric-scooter

বর্তমানে ভারতের বাজার চেয়ে ফেলেছে বিভিন্ন দেশী বিদেশি সংস্থার বৈদ্যুতিক গাড়ি এবং স্কুটার। কারণ দেশে তেলের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে যে সাধারণ মানুষের পকেটে টান পড়ছে স্বাভাবিক ভাবেই সেটা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে রয়েছে পরিবেশ দূষণের মতো বড় কারণ।

যার ফলে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকার জোর দিয়েছে ব্যাটারি চালিত গাড়ি নির্মাণের ওপর। শুধু তাই নয়, সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, “১৫ বছরের পুরনো গাড়ি আর রাস্তায় নামানো যাবে না কোনো ভাবেই”। এই সুযোগে দেশে মাথা চারা দিচ্ছে বিভিন্ন স্টার্ট আপ কোম্পানি।

তার মধ্যে অন্যতম হলো ব্যাঙ্গালোরের সংস্থা সিম্পল এনার্জি। যারা গত ২০২১ সালেই ভারতে লঞ্চ করেছিল সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটার। প্রকাশ্যে আসার পরেই ভারতীয়দের মন জয় করেছিল এই স্কুটার। আর এবার গ্রাহকদের কথা মাথায় রেখে আবারও নতুন রূপে বাজারে আসতে চলেছে সিম্পল ওয়ান। আগামী ৫ই জুন ভারতে বাজারে আবারও আসতে চলেছে এই স্কুটার। তবে থাকবে কিছু আধুনিক ফিচার।

সংস্থা সূত্রে খবর, নতুন বিএলডিসি মোটর দিচ্ছে সংস্থা। যা মাত্র ৩ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ৪০ কিলোমিটার স্পিড তুলতে সক্ষম। তাছাড়া থাকছে ৫ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি, যা মাত্র ৫ ঘণ্টার মধ্যে ০ থেকে ৫০ শতাংশ চার্জ করতে সক্ষম। পাশাপাশি সংস্থা আরও জানাচ্ছে, একবার ফুল চার্জ হলেই প্রায় ২০০ কিলোমিটার ছুটে যাবে নতুন স্কুটার। সাথে থাকছে টাচ স্ক্রিন, এলইডি হেড ল্যাম্প এবং এলইদো টেইল ল্যাম্প। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই স্কুটারটির দাম রাখা গিয়েছে ১.৪৫ লক্ষ টাকার কাছাকাছি।