এসি কিনবেন ভাবছেন! একবার ঘুরে আসুন Amazon সাইট

সাময়িক বৃষ্টিতে স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। তবে এই স্বস্তি যে বেশি দিনের নয় সেটা অবশ্য আগে থেকেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস, কারণ আবারো খুব দ্রুত বাড়তে শুরু করবে তাপমাত্রা। তাই রাতের ঘুম যে আবারো উঠতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।

Amazon: Your One-Stop Shop for Air Conditioners

সাময়িক বৃষ্টিতে স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। তবে এই স্বস্তি যে বেশি দিনের নয় সেটা অবশ্য আগে থেকেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস, কারণ আবারো খুব দ্রুত বাড়তে শুরু করবে তাপমাত্রা। তাই রাতের ঘুম যে আবারো উঠতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।

Advertisements

আর গরমের হাত থেকে রেহাই পেতে ইতিমধ্যে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন এসির দোকানে। যদিও অনেকে এসির দাম শুনে পরিকল্পনা পরিবর্তন করছেন। কিন্তু এই গরমে সারাদিনের পরিশ্রমের পর রাতে একটু নিশ্চিন্তে ঘুমাতে এসির প্রয়োজন। তাই অনেকে মাসিক কিস্তিতে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র কিনতে শুরু করেছেন। তবে বর্তমানে সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইন শপিং করতে পছন্দ করেন যার মধ্যে জামা কাপড় দিয়ে শুরু করে বৈদ্যুতিক জিনিসপত্র সবই মিলে অনেকটাই কম দামে।

বিজ্ঞাপন

তাই এবার ভারতের অন্যতম ই-কমার্স সাইট অ্যামাজন নিয়ে এলো একটি দুর্দান্ত অফার যার মাধ্যমে আপনি ন্যূনতম খরচে পেয়ে যাবেন স্পিল্ট এসি। অ্যামাজন সাধারণ মানুষের কথা ভেবে বিপুল পরিমাণে ছাড় দিচ্ছে বিভিন্ন সংস্থার সেতুতা নিয়ন্ত্রিত যন্ত্রের উপর।

আপনি যদি মনে করেন এক টনের এসি কিনবেন তাহলে তার উপর ৪৭ শতাংশ ছাড় দিচ্ছে এই সংস্থা, যা অফলাইনে তুলনায় অনেকটাই বেশি। শুধু তাই নয়, মাসিক কিস্তি সুবিধাও রেখেছে সংস্থা। যার মাধ্যমে আপনি খুবই স্বল্পমূল্যে প্রতি মাসে হিসেবে আজই অর্ডার করতে পারেন শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র।

#AirConditioner #Amazon #ShoppingDeals #HomeImprovement #CoolingSystem #SummerEssentials #OnlineShopping