আগামী সপ্তাহে দুর্দান্ত ফিচার নিয়ে আসতে চলেছে Samsung M14 5G

Samsung M14 5G smartphone with 5G connectivity and advanced features

ভারতীয় বাজারে যে সমস্ত সংস্থা তাদের স্মার্টফোন বিক্রি করে তাদের মধ্যে অন্যতম স্যামসাং (Samsung)। শতাব্দীর শুরু থেকেই ভারতীয় বাজার নিজের দখলে রেখেছে এই কোরিয়ান সংস্থা। প্রসঙ্গত, যখন আমাদের চারিদিকে এত স্মার্ট ফোন ছিল না ঠিক সেই সময় থেকে স্যামসাং তাদের কিপ্যাড ফোন দিয়ে মানুষের মন জয় করেছিল।

সময়ের সাথে পাল্লা দিয়ে বদলেছে অনেক কিছু আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে প্রযুক্তি। আর সেই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ভারতে এসেছে বিভিন্ন নামি দামি সংস্থা। কিন্তু তাতেও স্যামসাং ভারতীয় বাজার ঠিক একই ভাবে ধরে রেখেছে। সাম্প্রতিক সময়ে ভারতে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে তাই ৭০ শতাংশ মানুষ স্যামসাংয়ের উপর ভরসা রেখেছেন।

   

বছরে প্রায় বেশিরভাগ সময়ই তারা বিভিন্ন ধরনের নতুন স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করে আর এবার তারা আনতে চলেছে আরও একটি স্মার্টফোন। সংস্থার তরফ থেকে জানা গিয়েছে আগামী ১৭ই এপ্রিল ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে স্যামসাং M14 5g। বর্তমানে বেশিরভাগ সংস্থা জোর দিয়েছে 5g ফোন নির্মাণের উপর আর সেই দিক থেকে পিছিয়ে নেই স্যামসাং, এর আগেও তারা একাধিক ফাইভ জি ফোন নিয়ে এসেছে সাধারণ মানুষের জন্য।

সূত্রের খবর, তাদের এই নতুন স্মার্টফোনে থাকতে চলেছে ৬০০০ এমএইচ এর ব্যাটারি। যা শুধুমাত্র একবার চার্জেই চলবে দুদিন পর্যন্ত আর সেই সাথে স্যামসাংয়ের ক্যামেরা অন্যান্য স্মার্টফোনের থেকে অনেকটাই ভালো। উল্লেখ্য সেই কারণে ভারতের মানুষের কাছে এই সংস্থা অন্যতম পছন্দের আর এবার আরো একবার তাদের ফোনে দেখা যাবে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন