স্যামসাং আনছে নতুন 5G ফোন, পেছনের টেক্সচার মুগ্ধ করবে!

গত জুলাই মাসে ওয়াইফাই অ্যালায়েন্স সার্টিফিকেশন প্রাপ্তির সময় Samsung Galaxy M55s-এর নাম সর্বসমক্ষে এসেছিল। পরবর্তীতে গিকবেঞ্চে থেকে এটি Snapdragon 7 Gen 1 চিপসেট দ্বারা চালিত…

samsung galaxy m55s

গত জুলাই মাসে ওয়াইফাই অ্যালায়েন্স সার্টিফিকেশন প্রাপ্তির সময় Samsung Galaxy M55s-এর নাম সর্বসমক্ষে এসেছিল। পরবর্তীতে গিকবেঞ্চে থেকে এটি Snapdragon 7 Gen 1 চিপসেট দ্বারা চালিত হবে বলে জানা যায়। আর এখন এই ফোনের ডিজাইন ফাঁস হয়েছে। এতে দেওয়া হয়েছে অনন্য নকশা। পেছনে থাকছে তিন ধরণের টেক্সচার।

   

অনুমান করা হচ্ছে, Galaxy S24 Ultra-এর মতই Galaxy M55s-এর আগমন ঘটবে। M55 ও F55-এর ন্যায় স্পেসিফিকেশন সহ আসবে এই ফোন। কিন্তু ডিজাইনের দিক থেকে এটি সম্পূর্ণ ভিন্ন হবে।

সূত্রের খবর অনুযায়ী,  M55s ফোনটি 8 জিবি র‍্যাম সহ আসবে। এতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি  6.67 ইঞ্চি 1080×2400 Super AMOLED টাচস্ক্রিন। আবার ট্রিপল রিয়ার ক্যামেরা (50 মেগাপিক্সেল মেইন OIS, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সলে ম্যাক্রো), একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 128 জিবি স্টোরেজ, মাইক্রো এসডি এক্সপ্যানশন এবং 45 ওয়াট ওয়্যার্ড চার্জার সহ 5000 এমএএইচ ব্যাটারি থাকছে।

উপরিউক্ত প্রতিটি ফিচার যদি মিলে যায়, তাহলে এটি M55 ও F55-এর সমগোত্রীয় হবে বলা যায়। যাই হোক, এই মুহূর্তে ফোনটির ডিজাইন ছাড়া আর বিশেষ কিছুই জানা যায়নি। এখনও পর্যন্ত এও বলা যাচ্ছে না, যে এই ফোন ভারতে কবে লঞ্চ হচ্ছে।