Samsung Galaxy F06 5G এখন মাত্র 8,078 টাকায় কেনার সুযোগ, রয়েছে জম্পেশ ক্যামেরা

ভারতের বাজেট সেগমেন্টে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং তাদের নতুন 5G ফোন Samsung Galaxy F06 5G-কে আরও সস্তায় কেনার সুযোগ দিচ্ছে। বর্তমানে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে আকর্ষণীয়…

Samsung Galaxy F06 5G

ভারতের বাজেট সেগমেন্টে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং তাদের নতুন 5G ফোন Samsung Galaxy F06 5G-কে আরও সস্তায় কেনার সুযোগ দিচ্ছে। বর্তমানে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে আকর্ষণীয় ছাড়ের ফলে এই ফোনটি কম দামে কেনা যাচ্ছে। শক্তিশালী ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০mAh ব্যাটারি এবং ৪ বছরের সফটওয়্যার আপডেট সাপোর্ট থাকায় এটি এখন সীমিত-বাজেট ক্রেতাদের কাছে একটি দারুণ পছন্দ হতে পারে।

স্যামসাং এই ফোনের ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতের বাজারে ৯,৪৯৯ টাকায় লঞ্চ করেছিল। তবে এখন ফ্লিপকার্টে সরাসরি ১,০০০ টাকার ডিসকাউন্টে এটি পাওয়া যাচ্ছে মাত্র ৮,৪৯৯ টাকায়। এখানেই শেষ নয়, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক বা এসবিআই কার্ড দিয়ে পেমেন্ট করলে আরও ৪২৫ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ছাড়ও রয়েছে, যা পুরনো ফোনের মডেলের উপর নির্ভর করবে। সব মিলিয়ে ক্রেতারা চাইলে এই ফোনটি মাত্র ৮,০৭৪ টাকায় ঘরে নিয়ে আসতে পারবেন। বর্তমানে ফোনটি দুইটি কালার অপশনে পাওয়া যাচ্ছে — জেড গ্রিন ও টোয়াইলাইট ব্লু।

   

Samsung Galaxy F06 5G: ডিসপ্লে ও পারফরম্যান্স

Samsung Galaxy F06 5G-তে রয়েছে ৬.৬ ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে, সঙ্গে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট। ফলে ভিডিও, স্ক্রলিং কিংবা গেমিংয়ের অভিজ্ঞতা আরও মসৃণ হবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6100+ প্রসেসর, যা ডেইলি টাস্কের পাশাপাশি মিড-রেঞ্জ গেমিংয়েও ভালো পারফর্ম করে।

অ্যাডভেঞ্চার বাইকের দামে বদল আনল বেনেলি, বিক্রিতে প্রভাব কতটা?

Advertisements

ক্যামেরা ও ব্যাটারি

ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর যুক্ত করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি ক্ষেত্রে Galaxy F06 5G বেশ শক্তিশালী, কারণ এতে ৫০০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

সফটওয়্যার ও আপডেট

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক One UI 6.1-এ চলে। স্যামসাং প্রতিশ্রুতি দিয়েছে যে, ফোনটিতে ৪ বছর পর্যন্ত OS আপডেট এবং ৫ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। স্টোরেজ অপশনে রয়েছে ৪ জিবি ও ৬ জিবি র‌্যামের বিকল্প, সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো সম্ভব।

অফার মিলিয়ে Samsung Galaxy F06 5G এখন বাজেট ক্রেতাদের জন্য অন্যতম সেরা ডিল হতে পারে। আকর্ষণীয় ডিসকাউন্ট, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট, সব মিলিয়ে এটি বর্তমানে ১০ হাজার টাকার নিচে বাজারে অন্যতম প্রতিযোগিতামূলক স্মার্টফোন।