২০ হাজারের কমে লঞ্চ হল Samsung Galaxy A17 5G, মিলবে ৬ বছরের সফটওয়্যার আপডেট

ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল Samsung-এর নতুন স্মার্টফোন। Samsung Galaxy A17 5G দীর্ঘ প্রতীক্ষার পর বাজারে হাজির হয়েছে। এই ফোনটি ইতিমধ্যেই কয়েকটি গ্লোবাল মার্কেটে বিক্রি হচ্ছে…

Samsung Galaxy A17 5G

ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল Samsung-এর নতুন স্মার্টফোন। Samsung Galaxy A17 5G দীর্ঘ প্রতীক্ষার পর বাজারে হাজির হয়েছে। এই ফোনটি ইতিমধ্যেই কয়েকটি গ্লোবাল মার্কেটে বিক্রি হচ্ছে এবং এবার ভারতীয় গ্রাহকদের জন্যও তা উপলব্ধ হল। ফোনটির দাম রাখা হয়েছে ২০ হাজার টাকার কম, যা এটিকে মিড-রেঞ্জ সেগমেন্টে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে। চলুন ফোনটির প্রসঙ্গে বিশদে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A17 5G: দাম ও ভ্যারিয়েন্ট

ভারতে গ্যালাক্সি A17 5G-এর দাম শুরু হচ্ছে ১৮,৯৯৯ টাকা থেকে, যা ৬জিবি ব়্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য নির্ধারিত। এছাড়াও ৮জিবি + ১২৮জিবি মডেলের দাম রাখা হয়েছে ২০,৪৯৯ টাকা এবং ৮জিবি + ২৫৬জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে ২৩,৪৯৯ টাকায়। ফোনটি ব্ল্যাক, ব্লু ও গ্রে — এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে। ক্রেতারা স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট, অ্যামাজন ও ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি কিনতে পারবেন। এছাড়া SBI ও HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও EMI ট্রানজাকশনে ১,০০০ টাকার তাৎক্ষণিক ছাড়ও দিচ্ছে কোম্পানি।

   

ডিসপ্লে ও ডিজাইন

নতুন Samsung Galaxy A17 5G-তে থাকছে ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি প্লাস ইনফিনিটি-ইউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০x২৩৪০ পিক্সেল। ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং সুরক্ষার জন্য থাকছে কর্নিয়া গোরিলা গ্লাস ভিকটাস। ফোনটির থিকনেস মাত্র ৭.৫ মিমি এবং ওজন ১৯২ গ্রাম, ফলে এটি হালকা ও স্লিম ডিজাইনের। এছাড়া IP54 রেটিং থাকায় এটি ধুলো ও জলের ছিটেফোঁটা থেকে সুরক্ষিত থাকবে।

পারফরম্যান্স ও ক্যামেরা

ফোনটি চালিত হচ্ছে স্যামসাংয়ের ইন-হাউস Exynos 1330 চিপসেট দ্বারা, যা অক্টা-কোর আর্কিটেকচারের। এর সঙ্গে পাওয়া যাবে সর্বোচ্চ ৮জিবি ব়্যাম এবং ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ। সফটওয়্যারের দিক থেকে এতে থাকছে Android 15 ভিত্তিক OneUI 7, এবং কোম্পানির দাবি অনুযায়ী এটি ৬ বছর পর্যন্ত ওএস আপগ্রেড ও সিকিউরিটি আপডেট পাবে। এছাড়াও এতে থাকছে গুগলের নতুন Gemini AI Assistant এবং Circle to Search-এর মতো আধুনিক এআই ফিচার।

ট্রাম্পের হুমকিকে বুড়ো আঙুল! ভারতে নির্মিত iPhone সমগ্র বিশ্বে বিক্রির সিদ্ধান্ত Apple-এর

Advertisements

ফটোগ্রাফির জন্য Galaxy A17 5G-তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম। এর মধ্যে আছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফলে বিভিন্ন পরিস্থিতিতে ভালো মানের ছবি তোলার সুযোগ মিলবে।

ফোনটিতে থাকছে ৫০০০mAh ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির মধ্যে আছে 5G, 4G VoLTE, Wi-Fi 5, ব্লুটুথ ৫.৩, জিপিএস, এনএফসি, ওটিজি ও ইউএসবি টাইপ-সি পোর্ট। নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

যাই হোক, সব দিক বিবেচনা করলে Samsung Galaxy A17 5G নিঃসন্দেহে ভারতের মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটে বড় চ্যালেঞ্জার হয়ে উঠবে। আধুনিক ডিজাইন, শক্তিশালী চিপসেট, উন্নত ক্যামেরা সেটআপ, দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট ও AI ফিচারের কারণে এটি গ্রাহকদের কাছে একটি আকর্ষণীয় প্যাকেজ হয়ে উঠেছে।