3,799 টাকায় স্মার্টওয়াচ নিয়ে এল Noise, বড় ডিসপ্লে, বিরাট বৈশিষ্ট্য

noise colorfit pro 4 alpha

Noise ভারতে ফের একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল, যাপ নাম Noise ColorFit Pro 4 Alpha। এটি সংস্থার লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ। বেশ বড় একটি 1.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে স্মার্ট ঘড়িটিতে, সেই সঙ্গে রয়েছে ফাংশনাল ক্রাউন। নয়েজ়ের তরফে দাবি করা হয়েছে, একবার চার্জে স্মার্টওয়াচটি সাত দিনের ব্যাটারি লাইফ অফার করতে পারে। প্রায় 100টিরও বেশি স্পোর্টস মোড এবং 150টি ক্লাউড-বেসড ওয়াচ ফেস দেওয়া হয়েছে।

Noise ColorFit Pro 4 Alpha স্মার্টওয়াচের দাম ভারতে 3,799 টাকা। মোট চারটি কালার অপশন রয়েছে এর: নীল, গোলাপি, টিল ও ওয়াইন। ভারতে অ্যামাজ়ন এবং নয়েজ়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্মার্ট হাতঘড়িটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

   

লেটেস্ট Noise স্মার্টওয়াচে গুচ্ছের কাস্টমাইজ়েবল ওয়াচ ফেস দেওয়া হয়েছে এবং এটি ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্টের জন্য IP68 রেটিং প্রাপ্ত। কোম্পানি এই স্মার্টওয়াচের সঙ্গে ট্রু সিঙ্ক প্রযুক্তি দিয়েছে। দ্রুত পেয়ারিং এবং এনহ্যান্সড রেঞ্জের জন্য রয়েছে ব্লুটুথ 5.3। এছাড়াও, স্মার্টওয়াচটিতে ব্লুটুথ কলিং পরিষেবা দেওয়া হয়েছে।

ফিচারের দিক থেকে Noise ColorFit Pro 4 Alpha স্মার্টওয়াচে রয়েছে একাধিক হেলথ ও ওয়েলনেস ফিচার। ব্যবহারকারীদের হার্ট রেট, অ্যাক্টিবিটি লেভেল, স্লিপ মনিটরিং, SpO2, স্ট্রেস মনিটরিং, ব্রিধ প্র্যাক্টিস ট্র্যাক করার যেমন ক্ষমতা রয়েছে, তেমনই আবার ফিমেল হেলথ ট্র্যাকার হিসেবেও কাজ করে স্মার্টওয়াচটি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন