HomeBusinessAutomobile Newsবাইক চালাচ্ছেন অথচ কাছে লাইসেন্স নেই! মোবাইলে ইনস্টল করুন Digi Locker

বাইক চালাচ্ছেন অথচ কাছে লাইসেন্স নেই! মোবাইলে ইনস্টল করুন Digi Locker

- Advertisement -

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাইক চালাতে ভালোবাসেন। তবে অনেক ক্ষেত্রেই রাস্তাঘাটে আইনি জটিলতার মধ্যে পড়তে হয় বাইক চালানোর ক্ষেত্রে। তবে শুধু বাইক নয়, চার চাকা চালানোর ক্ষেত্রেও পড়তে হয় আইনি জটিলতার মধ্যে। যার মূল কারণ অবশ্য প্রয়োজনীয় নথি নিজের সঙ্গে না থাকা।

আর বাইকের প্রয়োজনীয় নতুন মধ্যে অন্যতম হলো ড্রাইভিং লাইসেন্স তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে সাধারণ মানুষ লাইসেন্স চুরি হয়ে যাওয়ার ভয়ে কিংবা বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয় অনেক সময় বাড়িতেই রেখে আসে। আর তখন ট্রাফিক পুলিশ খুব সহজেই আপনাকে আর্থিক জরিমানার মুখে ফেলতে পারে।

   

আমাদের দেশে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানো আইনত দণ্ডনীয় অপরাধ তাই লাইসেন্স না থাকলে পুলিশ খুব সহজেই আপনাকে জরিমানার মুখে ফেলতে পারে এবং সেই জরিমানার অংক বেশ অনেকটাই। ড্রাইভিং লাইসেন্স এর সাথে বাইক কিংবা চার চাকার অনেক গুরুত্বপূর্ণ নথি অনেকেই একসাথে রাখতে ভরসা করেন না তবে এবার থেকে আর চিন্তা নেই কারণ অনলাইনের মাধ্যমেই আপনি দেখাতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্স।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার কিছু বছর আগেই প্রকাশে এনেছে ডিজি লকার যার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে আপনার ব্যক্তিগত যাবতীয় গুরুত্বপূর্ণ কি সেখানে জমা করে রাখতে পারবেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার এই প্রকল্প বেশ কিছু বছর আগে গ্রহণ করলেও এখনো অনেকেই এই প্রকল্প সম্বন্ধে জানেন না। তাই বেশিরভাগ সময়ই প্রয়োজনীয় নথি না থাকার কারণে পড়তে হয় আর্থিক জরিমানার মুখে। আপনি নিজের স্মার্টফোনের প্লেস্টোর থেকে অতি সহজেই ডাউনলোড করতে পারেন ডিজি লকার অ্যাপ। যার মধ্যে সুরক্ষিত থাকিবে আপনার যাবতীয় গুরুত্বপূর্ণ নথি আর সরকারি নিয়ম অনুযায়ী সেই সমস্ত নথি মানবতা দেবে ট্রাফিক পুলিশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular