ATM এ উল্টো পিন দিলে হাজির হবে পুলিশ? জেনে নিন সত্যতা

এখনকার সময়ে ATM Card ছাড়া রাস্তাঘাটে চলা দায়। হাতে টাকা নেই? তাতে কোনো সমস্যা নেই কারণ, ATM তো রয়েছেই।তবে প্রচুর এটিএম ব্যবহার করার পরেই বহু…

ATM Pin

short-samachar

এখনকার সময়ে ATM Card ছাড়া রাস্তাঘাটে চলা দায়। হাতে টাকা নেই? তাতে কোনো সমস্যা নেই কারণ, ATM তো রয়েছেই।তবে প্রচুর এটিএম ব্যবহার করার পরেই বহু মানুষই এর খুঁটিনাটি জানেন না। এদিকে আবার সব সময়ে নগদ টাকা সঙ্গে রাখাও সম্ভব নয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই ATM কার্ড জোগাড় ও অ্যাক্টিভেট করিয়ে নেন অনেকেই। ব্যাঙ্কের তরফে ATM কার্ড ব্যবহারের জন্য চার ডিজিটের পিন নম্বরও দেওয়া হয়। আর এই পিনই আসল। এই পিন নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক দাবি ও আলোচনা শোনা যায়।

   

কখনও সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন মেসেজ পেয়েছেন?

সম্প্রতি এই তথ্যটি সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয়েছে যে, কেউ যদি আপনার এটিএম থেকে জোর করে টাকা তুলে নেয়, তাহলে আপনাকে এটিএম-এ রিভার্স পিন লিখতে হবে। এমনকী ATM মেশিনে পিন উল্টো টাইপ করলে স্থানীয় পুলিশের কাছে সতর্কবার্তা পৌঁছে যাবে। শুধু তাই নয়, উল্টো পিন ব্যবহার করলে নগদ টাকা বের হলেও তা ATM মেশিনে আটকে যাবে। কিন্তু এই দাবি কতটা সত্যি? আর সেই দাবিতে এমনটাই বলা থাকছে যে, উল্টো পিন লেখার পরে এটিএমটি লক হয়ে যাবে এবং এর তথ্য পুলিশের কাছে পাওয়া যাবে এবং পুলিশ আপনাকে সাহায্য করতে আসবে। তবে এই দাবিকে কেন্দ্র করে সত্যতা যাচাই করা হয়েছে।

উল্টো পিন লিখলে কী হবে জানেন?

এই তথ্যগুলি কেবল ভারতেই নয়, আমেরিকার মতো দেশেও ভাগ করা হয়। AP ফ্যাক্ট এটা চেক করেছে এবং জানিয়েছে, এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যে। এটিএম-এ গিয়ে উল্টো পিন লিখলে যা যা কিছু দাবি করা হয়েছে, তার কিছুই হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, কোনও এটিএম-এ এমন ফিচারই নেই এবং 1990-এর দশকে আমেরিকায় এমন একটি ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছিল। ফলে এই ধরনের দাবিতে বিশ্বাস না করাই ভাল। এমনকী এই বার্তাকে মানতে গিয়ে আপনি কোন বিপদে পড়তে পারেন, তাও উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টে। এমন উল্টো পিন লিখলে কিছুই হবে না এবং বারবার ভুল পিন দেওয়ার কারণে আপনার কার্ডও লক হয়ে যেতে পারে।