Redmi: মাত্র ৫৪৯ টাকায় স্মার্টফোন, থাকছে দুর্দান্ত ফিচার

ভারতীয় স্মার্টফোনের বাজারে যে সমস্ত সংস্থা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো Redmi। আদতে চীনা এই সংস্থা ভারতীয় স্মার্টফোনের বাজারে বেশ কয়েক বছর ধরে রাজত্ব করছে।

Redmi Smartphone with Great Features at Affordable Price

ভারতীয় স্মার্টফোনের বাজারে যে সমস্ত সংস্থা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো Redmi। আদতে চীনা এই সংস্থা ভারতীয় স্মার্টফোনের বাজারে বেশ কয়েক বছর ধরে রাজত্ব করছে। কম দামে অন্যান্য সংস্থার থেকে আধুনিক ফিচার নিয়ে এসে অনেকটাই সাধারণ মানুষের কাছে জায়গা করে নিয়েছে এই সংস্থা। আর এবার আরও এক দুর্দান্ত অফার নিয়ে হাজির হলো এই চীনা স্মার্টফোন নির্মাণকারী সংস্থা, যার মাধ্যমে ১৪,৯৯৯ টাকার ফোন আপনি পাবেন মাত্র ৫৪৯ টাকায়।

Advertisements

অবাক হচ্ছেন! ভাবছেন এটা কি করে সম্ভব? তাহলে শুনুন, সম্প্রতি ভারতের অন্যতম ই-কমার্স সাইট ফ্লিপকার্ট একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে, যার মাধ্যমে Redmi 10 এর দামের উপর আপনি পেয়ে যাবেন ৩৩ শতাংশ ছাড়। সেক্ষেত্রে ফোনের দাম হবে ৯,৯৯৯ টাকা। কিন্তু এখানেই শেষ নয় এর পরেও থাকছে বিশেষ ছাড়, আপনার যদি HDFC ব্যাংকে ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড থেকে থাকে তাহলে সেখান থেকে যদি আপনি ফোনটি ক্রয় করেন সে ক্ষেত্রে আরো ১২৫০ টাকা ছাড় মিলবে।

বিজ্ঞাপন

একই সাথে রয়েছে এক্সচেঞ্জ ভ্যালু। যদি আপনার পুরনো ফোনের অবস্থা বেশ ভালো হয় তাহলে ফ্লিপকার্ট আপনাকে প্রায় ৫০০০ টাকা পর্যন্ত ছাড় দেবে অর্থাৎ সবমিলিয়ে মাত্র ৫৪৯ টাকা দিলেই মিলবে ফোন। আর ফিচার হিসেবে রয়েছে ৬০০০ এম এইচ এর ব্যাটারি যা একবার চার্জ দিলেই চলবে টানা দুদিন, অন্যদিকে থাকছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা। তাই আর দেরি না করে আজই অর্ডার করে ফেলুন Redmi 10।