HomeBusinessTechnologyGood News for Redmi Fans: বাজারে আসতে চলেছে তাদের নতুন স্মার্ট ফোন

Good News for Redmi Fans: বাজারে আসতে চলেছে তাদের নতুন স্মার্ট ফোন

- Advertisement -

বর্তমানে ভারতীয় স্মার্টফোনের (Smartphones) বাজারে যে সমস্ত সংস্থা রাজ করছে তাদের মধ্যে অন্যতম রেডমি (Redmi)। আদতে চীনা সংস্থা হলেও ভারতীয় বাজারে বেশ ভালই নাম করেছে এই সংস্থা। ঠিক সেই কারণে একের পর এক স্মার্টফোন লঞ্চ করছে সংস্থা।

বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই সংস্থার ফোন খুব জনপ্রিয় তার কারণ হিসাবে অবশ্য বলা চলে এই ফোনের ক্যামেরা। ভারতের বাজারে লঞ্চ হওয়ার প্রথম থেকেই তারা তাদের ফোনের ক্যামেরার দিকে বিশেষ নজর দিয়েছে। সেই সাথে ফোনের পারফরমেন্স নিয়ে কোনো সমঝোতা করেনি সংস্থা। তাই আবারও বাজারে আসতে চলেছে তাদের নতুন একটি স্মার্টফোন।

   

হ্যাঁ, সংস্থা সূত্রে খবর শীঘ্রই ভারতীয় স্মার্ট ফোনের বাজারে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ ফাইভ জি। বর্তমানে দেশের সমস্ত স্মার্ট ফোন নির্মাতা ফাইভ জি ফোন নির্মাণে মন দিয়েছে। সেই দিকে অবশ্য পিছিয়ে নেই এই সংস্থাও। তাই যুগের সাথে তাল মিলিয়ে তারা আনতে চলেছে নতুন এই ফাইভ জি স্মার্ট ফোন। আপাতত ফোনের তিনটি ভ্যারিয়েন্ট প্রকাশ্যে এসেছে। যার মধ্যে রয়েছে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম অর্থাৎ ইন্টারনাল মেমোরি। এই মডেলটির দাম রাখা হয়েছে ১৭,৯৯৯।

একই সাথে রয়েছে আরও দুটি ভ্যারিয়েন্ট যেগুলি হলো ৬ জিবি র‌্যাম ১২৮ জিবি রম এবং ৮ র‌্যাম ১২৮ জিবি রম। যার দাম রাখা হয়েছে যথাক্রমে ১৯,৯৯৯ এবং ২১,৯৯৯। আর সেই সাথে থাকছে ৪৮মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা একই সাথে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তাই পারফরমেন্সের পাশপাশি এবার ঝড়ের গতিতে ছুটবে আপনার ফোন।

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular