রিয়েলমি নতুন 5G ফোনের লঞ্চ নিশ্চিত করল, এইদিন বাজারে আসছে

Realme Narzo 70 Turbo 5G-এর লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষিত হল। আগামী 9 সেপ্টেম্বর ভারতের বাজারে হাজির হচ্ছে এই স্মার্টফোনটি। একটি প্রেস বিবৃতিতে নিশ্চিত করেছে রিয়েলমি…

Realme-Narzo-70-Turbo-5G

Realme Narzo 70 Turbo 5G-এর লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষিত হল। আগামী 9 সেপ্টেম্বর ভারতের বাজারে হাজির হচ্ছে এই স্মার্টফোনটি। একটি প্রেস বিবৃতিতে নিশ্চিত করেছে রিয়েলমি (Realme)। এদিকে লঞ্চের আগেই ফোনটির সম্পূর্ণ ছবি প্রকাশ করেছে কোম্পানি। যেখানে এর ডিজাইন ও কয়েকটি বিশেষ ফিচার সম্পর্কে জানানো হয়েছে।  চলুন সেগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। 

Realme Narzo 70 Turbo 5G : ডিজাইন

   

জানিয়ে রাখি, এদেশে উপলব্ধ Realme Narzo 70 সিরিজের আওতায় আনা হচ্ছে নতুন মডেলটি। ব্ল্যাক শেডের সঙ্গে থাকছে ইয়েলো কালার। একটি এলইডি ফ্ল্যাশ সহ এই ফোনে রয়েছে তিনটি ক্যামেরা। সামনে রয়েছে ফ্ল্যাট ডিসপ্লে, স্লিম বেজেল ও সামান্য পুরু চিন। স্ক্রিনের উপরদিকে একটি সেন্টার হোল-পাঞ্চ স্লট উপস্থিত।

Realme Narzo 70 Turbo 5G : ফিচার্স

ভলিউম বাটনের সঙ্গে আছে পাওয়ার বটন। টপ নচে উপরে বর্তমান একটি স্পিকার গ্রিল এবং 3.5 মিমি অডিও জ্যাক। ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, এই ফোন MediaTek Dimensity 7300 Energy 5G চিপসেট দ্বারা চালিত হবে। এর থিকনেস 7.6 মিমি এবং ওজন 185 গ্রাম। AnTuTu-তে এটি 7,50,000 স্কোর তুলতে সক্ষম হয়েছে। এছাড়া ফোনটি সম্পর্কে আর বিশেষ কিছু জানা যায়নি।

মোটা টাকা ডিসকাউন্টে কিনুন Kawasaki Ninja 500, অফার হাতছাড়া হলে কিন্তু পস্তাবেন

প্রসঙ্গত, Realme Narzo 70 Turbo 5G ভারতে 6GB + 128GB, 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে আসবে বলে পূর্বে জল্পনা শোনা গিয়েছিল। এটি গ্রীন, পারপেল ও ইয়েলো কালারে অফার করা হবে বলেও জানা যায়। অনুমান করা হচ্ছে, এতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সহ আসবে এবং সামনে থাকবে এক্তি 8-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।