Sunday, December 7, 2025
HomeBusinessTechnologyশীঘ্রই ভারতে লঞ্চ হবে Realme C30s স্মার্টফোন

শীঘ্রই ভারতে লঞ্চ হবে Realme C30s স্মার্টফোন

- Advertisement -

এবার সকলকে চমক দেওয়ার পালা Realme কোম্পানির। কারণ রিয়েলমি সম্প্রতি সি সিরিজের নতুন সদস্য হিসাবে ভারতে রিয়েলমি সি ৩৩ চালু করেছে। এবার রিয়েলমি সি৩০এস নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা।

এক রিপোর্ট অনুযায়ী, আগামী সপ্তাহে ভারতে রিয়েলমি সি৩০এস লঞ্চ করতে পারে রিয়েলমি। আর রিয়েলমি সি৩০-এর পর এটি হবে সিরিজের দ্বিতীয় ডিভাইস। জানা গিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে রিয়েলমি সি৩০এস। লঞ্চের আগে, সংস্থাটি আসন্ন সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের বেশ কয়েকটি মূল বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন নিশ্চিত করেছে। দুটি কালার অপশনে পাওয়া যাবে এই স্মার্টফোন।

   

Realme C30s-এ এলইডি ফ্ল্যাশ সহ একটি মাত্র রিয়ার ক্যামেরা থাকবে। অফিসিয়াল সাইটে, ডিভাইসটি নীল এবং কালো রঙের বিকল্পগুলিতে দেখানো হয়েছে। রিয়েলমি সি৩০এস একটি অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত হবে, তবে সংস্থাটি এখনও এসওসির নাম প্রকাশ করেনি। Realme C30s-এ থাকবে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। তবে বর্তমানে ফোনটির রেজোলিউশন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular