Realme 15x 5G আসছে, লঞ্চের তারিখ ঘোষিত হল

ভারতের স্মার্টফোন মার্কেটে আবারও নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি। জনপ্রিয় ১৫ সিরিজের নতুন মডেল Realme 15x 5G অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে আগামী ১ অক্টোবর। রিয়েলমির…

Realme 15x 5G

ভারতের স্মার্টফোন মার্কেটে আবারও নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি। জনপ্রিয় ১৫ সিরিজের নতুন মডেল Realme 15x 5G অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে আগামী ১ অক্টোবর। রিয়েলমির অফিসিয়াল স্টোর ও পার্টনার চ্যানেলে একই দিন থেকেই এই ফোন কেনা যাবে। সম্প্রতি লঞ্চ হওয়া রিয়েলমি 15T-এর পর এই মডেলটিতে থাকছে বেশ কিছু উন্নত ফিচার, যা পারফরম্যান্স, ডিজাইন ও বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করতে পারে।

Advertisements

Realme 15x 5G: আকর্ষণীয় ডিজাইন ও ডিসপ্লে

নতুন প্রজন্মের ডিজাইনে আসছে এই স্মার্টফোন। সামনে থাকবে পাঞ্চ-হোল ডিসপ্লে, আর পেছনে থাকছে স্পষ্টভাবে সাজানো ক্যামেরা আইল্যান্ড, যার সঙ্গে যুক্ত হয়েছে রিং এলইডি ফ্ল্যাশ। সবচেয়ে বড় সংযোজন হলো এর ১৪৪হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেট, যা গেমিং ও অ্যানিমেশন অভিজ্ঞতাকে করবে অনেক বেশি স্মুথ। স্ক্রিনের সর্বোচ্চ ব্রাইটনেস ১২০০ নিটস, ফলে রোদ্দুরেও ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না। উজ্জ্বল ও মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা এটিকে গেমার ও মাল্টিমিডিয়া প্রেমীদের জন্য করে তুলবে নিখুঁত পছন্দ।

   

সেলফি ও ফটোগ্রাফির জন্য দুর্দান্ত ক্যামেরা

রিয়েলমি এবার ক্যামেরার ক্ষেত্রেও দিচ্ছে চমক। সামনে থাকছে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা এই দামের রেঞ্জে বিরল। ভিডিও কলিং এবং সেলফির ক্ষেত্রে এটি ব্যবহারকারীদের বড় সুবিধা দেবে। পেছনে থাকছে আরেকটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, যা দেবে স্পষ্ট ডিটেলস এবং সঠিক কালার আউটপুট। যদিও সেকেন্ডারি সেন্সরের তথ্য এখনো প্রকাশ করা হয়নি, তবে সামনের ও পেছনের সমান শক্তিশালী ক্যামেরা এই ফোনটিকে করে তুলছে ফটোগ্রাফি প্রেমীদের জন্য বিশেষ।

বিশাল ব্যাটারি ও ফাস্ট চার্জিং সুবিধা

এই স্মার্টফোনের সবচেয়ে বড় হাইলাইট হলো এর ৭০০০এমএএইচ ব্যাটারি। মিড-রেঞ্জ স্মার্টফোনে এত বড় ব্যাটারি খুবই বিরল। দীর্ঘক্ষণ স্ক্রিন-টাইম, গেমিং বা ওটিটি প্ল্যাটফর্মে কনটেন্ট উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা কোনো দুশ্চিন্তা ছাড়াই। বিশাল ব্যাটারির সঙ্গে রয়েছে ৬০ওয়াট ফাস্ট চার্জিং, ফলে দ্রুত চার্জ হয়ে যাবে এই ডিভাইস।

পারফরম্যান্সের জন্য এই ফোনে থাকছে ৬এনএম অক্টা-কোর প্রসেসর। যদিও এটি মিডিয়াটেক নাকি স্ন্যাপড্রাগন, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে ৬এনএম প্রযুক্তি থাকায় মাল্টি-টাস্কিং ও পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে কোনো প্রশ্ন নেই। শুধু তাই নয়, ফোনটির বিল্ড কোয়ালিটি একেবারে আলাদা স্তরে পৌঁছেছে। মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্ট বডি এবং IP68/69 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স এই ফোনকে করেছে আরও শক্তিশালী ও টেকসই।

সব মিলিয়ে, Realme 15x 5G একটি ফিচার-প্যাকড স্মার্টফোন, যা মিড-রেঞ্জ সেগমেন্টে বড় চ্যালেঞ্জ তৈরি করতে চলেছে। বিশাল ৭০০০এমএএইচ ব্যাটারি, ১৪৪হার্টজ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং টেকসই বিল্ড কোয়ালিটি একে করেছে অনন্য। যদিও স্টোরেজ ও প্রসেসরের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ পায়নি, তবুও এই ফোনটি ইতিমধ্যেই ২০২৫ সালের অন্যতম সেরা মিড-রেঞ্জ বিকল্প হিসেবে নিজেকে প্রমাণ করার পথে।