
Poco M7 লাইনআপের উত্তরসূরি হিসেবে Poco M8 সিরিজ লঞ্চ হতে চলেছে। সিরিজের একটি ফোন সম্প্রতি US FCC সার্টিফিকেশন সাইটে লিস্ট হয়েছে। যাতে রয়েছে ৬,৩৩০এমএএইচ ব্যাটারি ও ১০০ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ। এবার WinFuture-এর লিক করা রেন্ডারে পোকো এম৮ প্রো ও পোকো এম৮-এর ডিজাইন ও কালার অপশন প্রকাশ্যে এসেছে। এই দুটি ফোন Xiaomi Note 15 Pro+ 5G এবং Note 15 Pro-এর রি-ব্র্যান্ডেড ভার্সন হতে পারে।
ডিজাইন ও কালার অপশন
রেন্ডারে দুটি ফোনই ব্ল্যাক এবং ব্লু কালারে দেখানো হয়েছে। তৃতীয় অপশন ডুয়াল-টোন – সিলভার ও ব্ল্যাক শেডের কম্বিনেশন। পিছনের প্যানেলের নীচে ডানদিকে Poco ব্র্যান্ডিং থাকবে। পিছনে স্কয়ার্কল (চারকোনা গোলাকার) শেপের ক্যামেরা মডিউল থাকবে, যাতে তিনটি লেন্স হাউজ করা হবে।
সামনে হোল-পাঞ্চ ডিসপ্লে কাটআউট সেল্ফি ক্যামেরার জন্য এবং বেজেল তুলনামূলকভাবে মোটা। ডানদিকে পাওয়ার বাটন ও ভলিউম কন্ট্রোল। ফ্রেম কার্ভড মেটালের। নীচে USB টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন হোল দেখা যাচ্ছে।
Poco M8 Pro-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
US FCC লিস্টিং (ID ২AFZZPC8BG) থেকে জানা গেছে, Poco M8 Pro-এর স্টোরেজ অপশন ৮জিবি+২৫৬জিবি, ১২জিবি+২৫৬জিবি এবং ১২জিবি+৫১২জিবি। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক HyperOS ২-তে চলবে। ব্যাটারি ৬,৩৩০এমএএইচ সহ ১০০ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং। কানেক্টিভিটি: ৫জি, ৪জি এলটিই, Wi-Fi ৬ই, Bluetooth এবং NFC।
লঞ্চ ও অন্যান্য তথ্য
দাম, ফিচার্স, স্পেসিফিকেশন ও লঞ্চ টাইমলাইন নিয়ে আরও তথ্য আগামী দিনে সামনে আসবে। পোকো এখনও M8 সিরিজের লঞ্চ অফিশিয়ালি কনফার্ম করেনি, তাই এই তথ্যগুলোকে সতর্কতার সঙ্গে দেখতে হবে।
Poco M8 সিরিজ রি-ডিজাইন ক্যামেরা মডিউল, আধুনিক ডিজাইন ও প্রিমিয়াম কালারের জোরে মিড-রেঞ্জ সেগমেন্টে বড় প্রভাব ফেলতে পারে। লঞ্চের অপেক্ষায় রইল গ্রাহকরা!










