Home Business Technology Poco বড়দিনের আগেই বাজারে আনছে দুটি 5G ফোন, লঞ্চের আগেই প্রকাশ্যে ক্যামেরা,...

Poco বড়দিনের আগেই বাজারে আনছে দুটি 5G ফোন, লঞ্চের আগেই প্রকাশ্যে ক্যামেরা, ফিচার

Poco M7 Pro 5G, Poco C75 5G Camera and Other Specifications Revealed

Xiaomi-এর সাব-ব্র্যান্ড Poco আগামী ১৭ ডিসেম্বর ভারতে তাদের একজোড়া স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এগুলি হল – Poco M7 Pro 5G এবং Poco C75 5G। মজার বিষয়, লঞ্চের আগে এই স্মার্টফোন দুটির ক্যামেরা এবং ডিসপ্লে সহ একাধিক স্পেসিফিকেশন প্রকাশ করেছে কোম্পানি। Poco M7 Pro 5G-তে থাকবে ৫০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। যেখানে ব্যবহার করা হবে Sony সেন্সর। অন্যদিকে, Poco C75 5G হবে Poco-র C সিরিজের প্রথম স্মার্টফোন, যেখানে Xiaomi-এর HyperOS থাকছে।

Advertisements

বিনামূল্যে আধার কার্ড আপডেট করার আর মাত্র ৭ দিন বাকি, দেখুন পদ্ধতি

   

Poco M7 Pro 5G-র ফিচার এবং স্পেসিফিকেশন

Poco India তাদের X (পূর্বে Twitter) অ্যাকাউন্টে Poco M7 Pro 5G-এর বেশ কয়েকটি ফিচার প্রকাশ করেছে। এই স্মার্টফোনে থাকবে ৬.৬৭-ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz এবং সর্বোচ্চ ব্রাইটনেস ২,১০০ নিট। ডিসপ্লে সুরক্ষার জন্য দেওয়া হয়েছে Corning Gorilla Glass 5 এবং এটি TUV Triple Certification এবং SGS Eye Care Display Certification পেয়েছে। ডিসপ্লে-টু-বডি রেশিও হবে ৯২.০২%।

ক্যামেরা সেটআপে এই ফোনে থাকবে ৫০-মেগাপিক্সেলের Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা, যা Optical Image Stabilisation, Multi-Frame Noise Reduction এবং Four-in-One Pixel Binning প্রযুক্তি সমর্থন করবে। আরও থাকবে ইন-সেন্সর জুম এবং সুপার রেজোলিউশন টেকনোলজি। ফোনে অডিও অভিজ্ঞতা উন্নত করতে দেওয়া হয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, Dolby Atmos সাপোর্ট, এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। নিরাপত্তার জন্য থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

QR কোড স্ক্যান করা মাত্রই নিমেষে খালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! বাজারে নতুন প্রতারণার ফাঁদ

Poco C75 5G-র বৈশিষ্ট্য

Poco C75 5G হবে Poco-র C সিরিজের প্রথম স্মার্টফোন, যেখানে Xiaomi-এর HyperOS থাকবে এবং ফোনটির দাম থাকবে ৯,০০০ টাকার মধ্যে। এতে থাকবে Sony সেন্সর, যা এই দামের সেগমেন্টে প্রথম। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 4s Gen 2 চিপসেট, যা ৪nm আর্কিটেকচারে তৈরি। ফোনটি ৮GB RAM (যার মধ্যে ৪GB Turbo RAM) এবং ১TB পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ সাপোর্ট করবে।

কোম্পানি জানিয়েছে, Poco C75 5G-তে দুই বছরের OS আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা ট্যাপ জেসচার সাপোর্ট করবে, ডুয়াল সিম সাপোর্ট এবং MIUI ডায়ালার।

Advertisements