5,160mAh ব্যাটারি, 8GB র‍্যাম এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল সস্তার স্মার্টফোন

POCO আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল তাদের একটি সস্তার নতুন স্মার্টফোন। সংস্থার অফিসিয়াল গ্লোবাল ওয়েব সাইটে মডেলটি নথিভুক্ত করা হয়েছে। মডেলটির নাম POCO C75। বিশেষত্ব বলতে…

POCO-C75-launched

POCO আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল তাদের একটি সস্তার নতুন স্মার্টফোন। সংস্থার অফিসিয়াল গ্লোবাল ওয়েব সাইটে মডেলটি নথিভুক্ত করা হয়েছে। মডেলটির নাম POCO C75। বিশেষত্ব বলতে এতে রয়েছে MediaTek Helio G81 আল্ট্রা চিপসেট, 120 হার্টজ ডিসপ্লে এবং ফ্ল্যাট ডিজাইন। এই ফোনটি গত মাসে Redmi 14C রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে বাজারে উন্মোচিত হয়েছে। চলুন এর দাম, কালার, ওয়ারেন্টি ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

POCO C75 ব্ল্যাক, গোল্ড এবং গ্রীন কালারে বেছে নেওয়া যাবে। আবার 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ সহ বেছে নেওয়া যাবে ডিভাইসটি। এদেশে মডেল দুটির দাম যথাক্রমে 9,160 টাকা ও 10,845 টাকা। 

   

সাবধান! দীপাবলির আগে বাজারে চলছে ১৩ রকমের জালিয়াতি, চিন্তায় সরকারও

POCO C75 : স্পেসিফিকেশন

POCO C75-তে অফার করা হয়েছে একটি 6.88 ইঞ্চি HD+ LCD স্ক্রিন, যার রিফ্রেশ রেট 120 হার্টজ এবং পিক ব্রাইটনেস 600 নিটস। এর টক সাপলিং রেট 240 হার্টজ। চমকপ্রদ ফটোগ্রাফির জন্য রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোন 1080 পিক্সেল 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ে সক্ষম।

মাসে খরচ 166 টাকা, Airtel-এর এই সাশ্রয়ী প্ল্যানে পান বছরভর কলিং এবং ডেটা

ভিডিও রেকর্ডিংয়ের জন্য POCO C75-এ উপস্থিত 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। MediaTek Helio G81 আল্ট্রা চিপসেট দ্বারা চালিত এই ফোন 8 জিবি LPDDR4x র‍্যাম ও 256 জিবি eMMC 5.1 স্টোরেজ সহ বেছে নেওয়া যায়। র‍্যাম আবার 16 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। 18 ওয়াট ইউএসবি-সি চার্জিং সমর্থন সহ এতে 5,160 এমএএইচ ব্যাটারি সহ এসেছে ফোনটি। অ্যান্ড্রয়েড 14-এর উপর ভিত্তি করে চালিত হবে।