Wednesday, November 29, 2023
HomeBusinessPhone Hacking: স্মার্টফোন হ্যাক হয়ে গিয়েছে! কি করবেন দেখে নিন

Phone Hacking: স্মার্টফোন হ্যাক হয়ে গিয়েছে! কি করবেন দেখে নিন

Phone Hacking:  বর্তমানে সর্বত্র প্রযুক্তির ছোঁয়া। সাম্প্রতিক সময় প্রযুক্তি ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব নয়। বিগত কয়েক বছরে প্রযুক্তি আরো উন্নত হয়েছে। তবে প্রযুক্তি যত উন্নত হয়েছে ততই বেড়েছে সাইবার জালিয়াতির মতো সমস্যা। যার ফলে সারা জীবনের রোজগার মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে।

   

সাধারণত এই সমস্ত প্রতারকরা আমাদের স্মার্টফোনের ওপর নজরদারি করে। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সহজে বুঝতে পারেন না তাদের স্মার্টফোন হ্যাক হয়ে গিয়েছে অর্থাৎ তার পরিচালনা করছে অন্য ব্যক্তি। তাই আপনার স্মার্টফোন যাতে কোন জালিয়াতি চক্রের শিকার না হয় সেক্ষেত্রে কিছু কথা মাথায় রাখা উচিত।

প্রথমত আমাদের স্মার্টফোন মাঝেমধ্যে আপডেট চাই। অনেকেই আছেন যারা এই আপডেট করতে চান না তবে বিশেষ করে বলছেন আপডেট করলে হ্যাকাররা চট করে আমাদের স্মার্টফোন হ্যাক করতে পারে না। একই সাথে নজর রাখতে হবে স্মার্টফোনের উপর।

আপনার স্মার্টফোন যদি হ্যাক হয়ে থাকে তাহলে অনেক ক্ষেত্রে অচেনা মেসেজ কিংবা বিভিন্ন ধরনের পপআপ বিজ্ঞাপন স্মার্টফোনের মধ্যে হাজির হয়। তাই সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। একই সাথে স্মার্ট ফোন হ্যাক হলে তাড়াতাড়ি ব্যাটারি ডিসচার্জ হয়। পাশাপাশি হ্যাং করার মত একটা সমস্যা করা যায়। তার প্রয়োজনে আপনি আপনার স্মার্টফোনটিকে ফ্যাক্টরি রিসেট করতেই পারেন।

Latest News