ফেব্রুয়ারি ২০২৬-এ ভারতে আসছে Oppo Reno 15 সিরিজ, রইল ফুল ফিচার

Oppo Reno 15 Series India Launch Timeline

স্মার্টফোন নির্মাতা Oppo তাদের বহুল প্রতীক্ষিত Oppo Reno 15 Series আগামী ১৭ নভেম্বর চীনে উন্মোচন করতে চলেছে। তবে ভারতের বাজারে এই সিরিজের ফোনগুলি আসবে কিছু পরিবর্তনের সঙ্গে। সাম্প্রতিক এক রিপোর্টে জানা গেছে, ভারত ও গ্লোবাল মার্কেটের জন্য Oppo Reno 15 ও Reno 15 Pro মডেলগুলোতে কিছু হার্ডওয়্যার ও পারফরম্যান্সভিত্তিক পরিবর্তন আনা হবে, যা চীনা সংস্করণ থেকে আলাদা। লঞ্চ টাইমলাইন ও সম্ভাব্য দাম সম্পর্কেও কিছু তথ্য প্রকাশ পেয়েছে।

Advertisements

ভারতে লঞ্চ টাইমলাইন ও সম্ভাব্য দাম

টিপস্টার যোগেশ ব্রার-এর তথ্য উদ্ধৃত করে SmartPrix জানিয়েছে, Oppo Reno 15 সিরিজ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ভারত ও অন্যান্য গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। যদিও সংস্থা এখনও অফিসিয়ালভাবে কিছু জানায়নি, তবে রিপোর্ট বলছে যে, বেস মডেলটির দাম প্রায় ৪৩,০০০ টাকার কাছাকাছি হতে পারে, যা এটিকে আপার মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে স্থাপন করবে।

   

Oppo Reno 15-এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

চীনা সংস্করণ যেখানে MediaTek Dimensity 8450 SoC প্রসেসরে চলবে বলে জানা গেছে, সেখানে গ্লোবাল ও ভারতীয় সংস্করণে থাকবে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট। ফোনটি Android 16-ভিত্তিক ColorOS 16-সহ লঞ্চ হতে পারে। ডিসপ্লের ক্ষেত্রে ফোনটিতে থাকবে ৬.৫৯ ইঞ্চির OLED প্যানেল, যার ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। আগের প্রজন্মের তুলনায় বেজেল আরও পাতলা হবে, ফলে ডিজাইনটি আরও আকর্ষণীয় ও প্রিমিয়াম দেখাবে।

ক্যামেরা পারফরম্যান্সে বড় উন্নতি

রিপোর্ট অনুযায়ী, Oppo Reno 15-এ থাকবে তিনটি রিয়ার ক্যামেরা, যার মধ্যে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, এবং একটি ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, যা ৩.৫x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে থাকবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। টিপস্টারের দাবি, এই সিরিজে Oppo মূলত ক্যামেরার নমনীয়তা ও পারফরম্যান্স উন্নত করার দিকে জোর দিচ্ছে, যদিও হার্ডওয়্যার পরিবর্তন তুলনামূলকভাবে সীমিত।

Advertisements

ফোনটিতে থাকতে পারে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যা ৮০ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 7 ও NFC কানেক্টিভিটি। এর ফলে ফোনটি শুধু পারফরম্যান্সেই নয়, কানেক্টিভিটি ফিচারেও হবে আরও আধুনিক।

ডিজাইন ও ভ্যারিয়েন্ট অপশন

চীনে Reno 15 তিনটি রঙে উপলব্ধ হবে — স্টারলাইট বো, অরোরা ব্লু এবং ক্যানিল ব্রাউন। এতে থাকবে পাঁচটি স্টোরেজ অপশন — ১২জিবি+২৫৬জিবি, ১২জিবি+৫১২জিবি, ১৬জিবি+২৫৬জিবি, ১৬জিবি+৫১২জিবি এবং ১৬জিবি+১ টেরাবাইট। অপরদিকে, Reno 15 Pro মডেলটি আসবে স্টারলাইট বো, ক্যানিল ব্রাউন ও হানি গোল্ড রঙে, এবং চারটি কনফিগারেশনে — ১২জিবি+২৫৬জিবি, ১২জিবি+৫১২জিবি, ১৬জিবি+৫১২জিবি ও ১৬জিবি+১ টেরাবাইট।

প্রসঙ্গত, Oppo Reno 15 Series ভারতীয় প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে একটি শক্তিশালী প্রতিযোগী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। উন্নত ডিসপ্লে, শক্তিশালী চিপসেট, ফ্ল্যাগশিপ-গ্রেড ক্যামেরা ও বৃহৎ ব্যাটারি ক্ষমতার কারণে এই সিরিজটি OnePlus, Vivo ও Samsung Galaxy A-সিরিজের ফোনগুলির সঙ্গে সরাসরি টক্কর দিতে পারে।