বিশাল ব্যাটারি ও 200MP ক্যামেরা সহ বাজার কাঁপাতে আসছে ফ্ল্যাগশিপ ফোন

ওপ্পো তার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X9 Pro-এর ওপর জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে। ফোনটি চীনে এ বছর অক্টোবর মাসে লঞ্চ হতে পারে বলে জানা…

Oppo Find X9 Pro to Launch

ওপ্পো তার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X9 Pro-এর ওপর জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে। ফোনটি চীনে এ বছর অক্টোবর মাসে লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে। একাধিক টিপস্টারের রিপোর্টে ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস হয়েছে, যার ফলে এই প্রিমিয়াম ডিভাইসটি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ এখন তুঙ্গে।

1.5K LTPO OLED ডিসপ্লে ও আধুনিক ডিজাইন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন-এর তথ্য অনুযায়ী, Find X9 Pro ফোনে থাকবে 1.5K রেজোলিউশন যুক্ত LTPO OLED ডিসপ্লে। ফোনটির ডিজাইন হবে R-এঙ্গেল স্টাইলের এবং এতে ব্যবহৃত হবে 2.5D কার্ভড গ্লাস। এতে LiPO প্যাকেজিং টেকনোলজি-র মাধ্যমে চারপাশে প্রায় অদৃশ্য স্লিম বেজেল থাকছে, যা ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিওকে আরও বাড়িয়ে দেবে।

   

বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ফোনটিতে থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ক্যামেরা সেকশনে পাওয়া যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে প্রধান ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল, সঙ্গে থাকবে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স। এই ২০০MP লেন্স ফোনটিকে জুমিং ও লং-ডিস্ট্যান্স ফটোগ্রাফিতে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। যদিও সেলফি ক্যামেরা সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য এখনো সামনে আসেনি।

মাত্র 10,080 টাকায় কিনুন POCO M6 Plus 5G, মিলছে 108MP ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি

Oppo Find X9 Pro-র ব্যাটারিতে চমক

এই ফোনে সবচেয়ে আকর্ষণীয় ফিচারের মধ্যে একটি হল এর ৭০০০mAh থেকে ৭৫০০mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ দিতে সক্ষম হবে। যদিও এখনো ফোনে কত ওয়াটের ওয়্যার্ড চার্জিং সাপোর্ট থাকবে সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি, তবে এটি ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং ফাস্ট চার্জিংয়ের সমন্বয়ে এটি হেভি ইউজারদের জন্য একটি আদর্শ ফোন হতে চলেছে।

Advertisements

Oppo Find X9 Pro ফোনটি IP68 ও IP69 সার্টিফিকেশন সহ আসবে, যার ফলে এটি ডাস্ট ও ওয়াটারপ্রুফ হবে। ফলে এটি রাফ-এন্ড-টাফ ব্যবহারের জন্যও যথেষ্ট উপযুক্ত।

এই ফ্ল্যাগশিপ ফোনে Oppo দিতে পারে Dimensity 9500 চিপসেট, যা হাই-পারফরম্যান্স ও পাওয়ার-এফিসিয়েন্ট প্রসেসর হিসেবে পরিচিত। ফলে গেমিং, মাল্টিটাস্কিং বা ৪কে ভিডিও শ্যুটিংয়ের মতো কাজেও ফোনটি দুর্দান্ত পারফরম্যান্স দেবে বলে আশা করা যাচ্ছে।

অপ্পোর Oppo Find X9 Pro স্মার্টফোনটি তার আধুনিক ফিচার, প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী ক্যামেরা-ব্যাটারি কনফিগারেশনের মাধ্যমে ফ্ল্যাগশিপ সেগমেন্টে বড়সড় প্রভাব ফেলতে চলেছে। অক্টোবর মাসে এর অফিসিয়াল লঞ্চের দিকেই এখন তাকিয়ে রয়েছেন প্রযুক্তিপ্রেমীরা।