7000mAh ব্যাটারি সহ আসছে Oppo F31 সিরিজ, বাড়তি পাওনা স্টিলের মতো বডি

OPPO F31 5G

ভারতের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে চিনা ব্র্যান্ড Oppo। কোম্পানি তাদের জনপ্রিয় এফ-সিরিজের উত্তরসূরি হিসেবে খুব শিগগিরই Oppo F31 সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এক টিপস্টারের মাধ্যমে এই আসন্ন সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি ও সম্ভাব্য লঞ্চ টাইমলাইন ফাঁস হয়েছে। জানা গিয়েছে, ফোনটি টেকসই বডি ও শক্তিশালী ব্যাটারির জন্য বিশেষভাবে আলোচনায় থাকবে।

Advertisements

Oppo F31 সিরিজে বড় ব্যাটারি

টিপস্টার পারাস গুগলানি জানিয়েছেন, Oppo F31 সিরিজে থাকবে বিশাল ৭০০০mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যাকআপ দেবে বলে আশা করা হচ্ছে। তবে ক্যামেরা বা চিপসেটের ক্ষেত্রে তেমন কোনো বড় আপগ্রেড দেখা যাবে না বলে ধারণা করা হচ্ছে। এই সিরিজকে Oppo F29 সিরিজের উত্তরসূরি হিসেবে আনা হচ্ছে। অর্থাৎ ডিজাইন ও পারফরম্যান্সে কিছুটা পরিবর্তন থাকলেও মূল ফোকাস থাকবে ব্যাটারি লাইফ ও ফোনের টেকসই গঠনের ওপর।

স্টিলের মতো শক্ত বডি ও নেটওয়ার্ক আপগ্রেড

এই নতুন সিরিজের অন্যতম আকর্ষণ হতে চলেছে এর ৩৬০-ডিগ্রি আর্মার বডি ডিউরেবিলিটি। সংস্থার দাবি, ফোনটির বডি হবে স্টিলের মতো মজবুত, যা দৈনন্দিন ব্যবহারে অতিরিক্ত সুরক্ষা দেবে। এছাড়া নেটওয়ার্ক পারফরম্যান্সেও উন্নতি আনা হবে, যাতে ব্যবহারকারীরা আরও স্থিতিশীল কানেকশন উপভোগ করতে পারেন।

অপেক্ষিত এই সিরিজে দু’টি মডেল লঞ্চ হতে পারে – F31 এবং F31 Pro। প্রতিটি ফোনে থাকবে শক্তিশালী ব্যাটারি, উন্নত বডি প্রোটেকশন এবং উচ্চমানের নেটওয়ার্ক পারফরম্যান্স। এছাড়া, পূর্বে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই সিরিজে IP68/69 রেটিং প্রোটেকশন দেওয়া হবে, যা জল ও ধুলোর বিরুদ্ধে ফোনকে আরও সুরক্ষা দেবে।

Advertisements

আসন্ন লঞ্চ টাইমলাইন

ওপ্পো এফ৩১ সিরিজ আগামী মাসেই ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে পারে। টিপস্টারদের মতে, ফোনটির প্রোমোশনাল ভিডিও খুব শিগগিরই অনলাইনে প্রকাশিত হবে। লঞ্চ যতই ঘনিয়ে আসছে, ততই আরও নতুন আপডেট সামনে আসার সম্ভাবনা রয়েছে। খুব শিগগিরই ওপ্পোর পক্ষ থেকেও আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে মনে করা হচ্ছে।

মাত্র 5,899 টাকায় 12GB ব়্যাম ও 5000mAh ব্যাটারি ফোন, দেখুন বিস্তারিত

ভারতের ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক স্মার্টফোন মার্কেটে Oppo F31 সিরিজ তার শক্তিশালী ব্যাটারি, টেকসই বডি ও উন্নত ফিচারের কারণে গ্রাহকদের কাছে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে আশা করা হচ্ছে।