অপেক্ষার অবসান ঘটিয়ে আগস্টেই লঞ্চ হবে Oppo A 77

অপেক্ষার অবসান ঘটিয়ে আগস্ট মাসেই লঞ্চ হবে Oppo A 77। এটি কোম্পানির মিড-রেঞ্জ স্মার্টফোন হতে পারে। ধারণা করা হচ্ছে, আগস্ট মাসেই এই ফোনটি লঞ্চ করতে…

অপেক্ষার অবসান ঘটিয়ে আগস্ট মাসেই লঞ্চ হবে Oppo A 77। এটি কোম্পানির মিড-রেঞ্জ স্মার্টফোন হতে পারে। ধারণা করা হচ্ছে, আগস্ট মাসেই এই ফোনটি লঞ্চ করতে পারে প্রতিষ্ঠানটি। Oppo -র এই স্মার্টফোন লঞ্চ হওয়ার আগেই মিডিয়ার মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে ফোনের একাধিক ফিচারও।

Oppo A77-এ 6.56 ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে। এটি একটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লেও পেতে পারে। এছাড়াও ৬০ HZ-এর রিফ্রেশ রেটও দেওয়া যাবে ফোনে। অপো এ৭৭ ফোনে ডুয়াল স্পিকার, ডুয়াল সিম, ৩.৫ মিমি জ্যাক, ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.১-এর মতো সমস্ত ফিচার পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। Oppo A77 মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর দ্বারা চালিত হতে পারে।

Oppo A77-এ 6.56 ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে। এটি একটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লেও পেতে পারে। এছাড়াও ৬০ HZ-এর রিফ্রেশ রেটও দেওয়া যাবে ফোনে। ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে বাজারে আনা হতে পারে Oppo A77 ফোন। সংস্থাটি এটিকে একটি ৫০ মেগাপিক্সেল প্রধান ব্যাক ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট সহ একটি দ্বিতীয় ২ এমপি ক্যামেরা দিতে পারে।
Oppo A 77 ফোনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

RAM ও ইন্টারনাল স্টোরেজের কথা বলতে গেলে, Oppo A 77 ফোনটিতে 8 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া যেতে পারে। এছাড়াও, বাহ্যিক মেমরির বিকল্পটি মেমরি কার্ডের মাধ্যমেও দেওয়া যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, অপো এ ৭৭ এর দাম হতে পারে প্রায় ১৬ হাজার টাকা।