চুরি গেলেও চিন্তা নেই! এই বিশেষ ফিচারযুক্ত ফোন এবার ভারতেও আসছে

চিনা টেক ব্র্যান্ড OnePlus তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13 ইতিমধ্যেই চিনের বাজারে লঞ্চ করেছে। আকর্ষণের খবর, এবারে এটি শীঘ্রই ভারতের বাজারেও আসতে চলেছে। সম্প্রতি…

Oneplus 13 unveiled

চিনা টেক ব্র্যান্ড OnePlus তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13 ইতিমধ্যেই চিনের বাজারে লঞ্চ করেছে। আকর্ষণের খবর, এবারে এটি শীঘ্রই ভারতের বাজারেও আসতে চলেছে। সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে জানানো হয়েছে, এবছর ডিসেম্বর অর্থাৎ সামনের মাসেই এই ডিভাইসটি ভারতে লঞ্চ হবে। যদিও কোম্পানি এখনও অফিসিয়াল লঞ্চের তারিখ ঘোষণা করেনি। আবার এক রিপোর্টে বলা হয়েছে, চুরির হাত থেকে রক্ষা করতে এই নতুন ডিভাইসে বিশেষ Anti-Theft ফিচার যুক্ত করা হতে পারে।

কম খরচে দীর্ঘদিনের ভ্যালিডিটি, Jio আনল সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান

   

জানা গিয়েছে, OnePlus 13-এ অন্যান্য আপগ্রেডের পাশাপাশি Google Pixel ডিভাইসের মতোই উন্নত অ্যান্টি-থেফ্ট সিকিউরিটি ফিচার যুক্ত করা হতে পারে। যা ফোন হারানো বা চুরি হওয়ার পরিস্থিতিতে ডেটা সুরক্ষিত রাখতে সাহায্য করবে। বেশিরভাগ ক্ষেত্রে চোরেরা ফোন পেয়ে সেটিকে তৎক্ষণাৎ বন্ধ করে দেয়। যাতে Find My Device-এর সাহায্যে সেটি ট্র্যাক করা না যায়। এই সমস্যার সমাধান করতে OnePlus 13-এ এমন একটি বিল্ট-ইন ফিচার যুক্ত করা হবে, যা ফোন বন্ধ হওয়ার পরেও সেটিকে ট্র্যাক করা যাবে।

অফ থাকা অবস্থাতেও ট্র্যাক হবে ফোন

সম্প্রতি OnePlus 12-এ Android 15 ভিত্তিক OxygenOS 15-এর ওপেন বেটা আপডেটে একটি নতুন অপশন দেখা গিয়েছিল। যেখানে ফোন বন্ধ হওয়ার পরেও সেটিকে ট্র্যাক করা যাবে বলে উল্লেখ করা হয়। যদিও এটি পরে স্টেবল ভার্সনে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে অনুমান করা হচ্ছে, নতুন ডিভাইস OnePlus 13-এ এই ফিচারটি আবারও যুক্ত করা হতে পারে।

Snapdragon প্রসেসরের সাহায্যে বাড়বে সুরক্ষা

Android Authority-এর রিপোর্ট অনুযায়ী, OnePlus 12-এ হার্ডওয়্যার সীমাবদ্ধতার কারণে ফোন বন্ধ অবস্থায় ট্র্যাক করা সম্ভব নয়। তবে, Qualcomm-এর সর্বশেষ Snapdragon 8 Elite প্রসেসর এবং Fastconnect 7900 প্ল্যাটফর্মের সঙ্গে এই ফিচারটি ব্যবহার করা যাবে বলে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞ মিশেল রহমান। ভারতীয় বাজারে OnePlus 13 এই প্রসেসরের সঙ্গেই আসবে। আপডেটের মাধ্যমে এই অ্যান্টি-থেফ্ট ফিচারটি অ্যাক্টিভেট করা যাবে। যার সাহায্যে OnePlus ফোন চুরি হয়ে গেলেও সেটিকে সহজেই ট্র্যাক করা যাবে। ফলে ব্যবহারকারীদের জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা যাবে।