খুব কম দামে OnePlus 10R পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে

খুব কম দামে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে পাওয়া যাচ্ছে OnePlus 10R স্মার্টফোন। এই ৫জি ফোনটি ৩০,০০০ টাকার কমেই পাওয়া যাচ্ছে এই ই-কমার্স ওয়েবসাইটগুলোতে। এই ফোন কেনার…

খুব কম দামে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে পাওয়া যাচ্ছে OnePlus 10R স্মার্টফোন। এই ৫জি ফোনটি ৩০,০০০ টাকার কমেই পাওয়া যাচ্ছে এই ই-কমার্স ওয়েবসাইটগুলোতে। এই ফোন কেনার সময় ব্যাঙ্ক কার্ডের অফার এবং ফ্ল্যাট ডিসকাউন্টের ব্যবস্থাও রয়েছে।

OnePlus 10R স্মার্টফোনটি ২০২২ সালে লঞ্চ হলেও, এই মুহূর্তে এই ফোনটির চাহিদা অনেক কারন অনেকেই এই সব দিক দিয়ে দক্ষ্য এবং ডিসেন্ট
ফোনটাকেই পছন্দ করেন।

ফ্লিপকার্টে OnePlus 10R স্মার্টফোন (১২৮ জিবি স্টোরেজ) পাওয়া যাচ্ছে ৩০,৭৯৮ টাকার মূল্যে। ২০২২ সালে লঞ্চ করার সময় দাম ছিল ৩৮,৯৯৯ টাকা। অর্থাৎ ফোনটি ফ্লিপকার্টে ৮,২০১ টাকা কমে পাওয়া যাচ্ছে। আইসিআইসিআই-এর ক্রেডিট কার্ড দিয়ে কিনলে আরও ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।

অপরদিকে, অ্যামাজনে OnePlus 10R স্মার্টফোনের দাম রাখা হয়েছে ৩৪,৯৯৯ টাকা। তবে এর সঙ্গে রয়েছে ৪,০০০ টাকার কুপনের সুবিধা। এর ফলে দাম কমে হয়ে যাবে ৩০,৯৯৯ টাকা। স্মার্টফোনটি কেনার সময় কুপনের অপশনে ক্লিক করলেই ডিসকাউনটেড টাকাটি দেখানো হবে পেইমেন্ট এর পাতায়। এছাড়াও, আইসিআইসিআই-এর ক্রেডিট কার্ড দিয়ে কিনলে আরও ২,০০০ টাকার ছাড়ের সুবিধা রয়েছে। সেই ক্ষেত্রে দাম কমে হবে ২৮,৯৯৯ টাকা।

কেন কিনবেন OnePlus 10R স্মার্টফোন? এই ফোনে থাকছে ৫জির মতন সুবিধা যা প্রতিদিনের ব্যবহারে গ্রাহককে সাহায্য করবে। এই ফোনে থাকছে জেনশিন ইমপ্যাক্ট (Genshin Impact ) এবং কল অফ ডিউটির (Call of Duty) মতন খেলা। ফোনের সঙ্গে পেয়ে যাবেন ৫,০০০ এমএএইচ ব্যাটারি, অসাধারণ স্টিরিও স্পিকার, ৬.৭ ইঞ্চি এমোলেড ডিসপ্লে। ক্যামেরাও খুব ভালো বলেই এই ফোন ব্যবহারকারীদের মত। তবে এর থেকেও যদি ভালো ক্যামেরা চান তাহলে নিশ্চিন্তে কিনতে পারেন Pixel 6a বা Nothing Phone (1)।