Samsung-কে পিছনে ফেলে এগিয়ে গেল Xiaomi

একটি রিপোর্টে উঠে এসেছে ভারতে স্মার্টফোন বিক্রি হ্রাস পাচ্ছে। জানা যাচ্ছে, দ্বিতীয় প্রান্তিকে শিপমেন্টে ৩ কোটি ৬৪ লাখ ইউনিট কমেছে, যা আগের প্রান্তিকের চেয়ে ৫ শতাংশ কম। তবে এই পতনের পরও বাজারে শাওমির উপস্থিতি অটুট রয়েছে।

Advertisements

এক রিপোর্ট অনুযায়ী, Xiaomi হয়ে উঠেছে ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড। চিনা স্মার্টফোন কোম্পানি শাওমি ৭০ মিলিয়ন স্মার্টফোন শিপমেন্ট নিয়ে এক নম্বরে রয়েছে। শাওমির পর দ্বিতীয় স্থানে রয়েছে স্যামসাং। দ্বিতীয় প্রান্তিকে স্যামসাং ৬.৭ মিলিয়ন স্মার্টফোন পাঠিয়েছে। একই সঙ্গে তৃতীয় স্থানে রয়েছে রিয়েলমি। Realme 61 মিলিয়ন স্মার্টফোন ইউনিট প্রেরণ করেছে। যেখানে ৬০ মিলিয়ন স্মার্টফোন নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিভো। ৫৫ মিলিয়ন স্মার্টফোন নিয়ে পঞ্চম স্থানে রয়েছে অপো।

দেখে নিন তালিকা…

Advertisements

Xiaomi – 70 মিলিয়ন ইউনিট
স্যামসাং – 67 মিলিয়ন ইউনিট
রিয়েলমি – 61 মিলিয়ন ইউনিট
ভিভো – 60 মিলিয়ন ইউনিট
অপো – 55 মিলিয়ন ইউনিট