HomeBusinessTechnologyএন্ট্রি লেভেল বাজেটের সঙ্গে মিলছে নোকিয়ার ভরসা, লঞ্চ হতে চলেছে Nokia C12...

এন্ট্রি লেভেল বাজেটের সঙ্গে মিলছে নোকিয়ার ভরসা, লঞ্চ হতে চলেছে Nokia C12 Pro

- Advertisement -

ভারতীয় ফোনের বাজারে (budget smartphone) নোকিয়া (Nokia) এক মাইল ফলক। কারণ এই ফোনের হাত ধরেই সমাজ উন্নত হয়েছে অনেকটাই। একটা সময় ছিল যখন প্রায় আমাদের সকলের ঘরেই থাকতো নোকিয়া ১১০০। সাদাকালো স্ক্রীনের এই ফোনে যদিও ফোন কিংবা মেসেজ ছাড়া আর কিছু করা যেত না, কিন্তু তাতেও নোকিয়া ছিল আগেবের এক ওপর নাম। ধীরে ধীরে সমাজে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সাধারণ ফোনের বাজার দখল করে নিয়েছে স্মার্ট ফোন।

আর ঠিক সেই কারণেই একটা সময় নোকিয়া মাইক্রোসফটের সাথে হাত মেলাতে বাধ্য হয়েছিল। তবে সে জোট বেশিদিন চলেনি। কারণ প্রযুক্তিগত দিক দিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিল স্যামসং। শুধু তাই নয়, দেশে প্রবেশ করতে শুরু করেছিল দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার স্মার্টফোন। তবে থেকে থাকেনি নোকিয়া। একের পর এক স্মার্টফোন লঞ্চ করেছে। আর এবার প্রকাশ্যে এলো নোকিয়ার আরও একটি স্মার্টফোন। যার দাম একেবারেই মধ্যবিত্তের নাগালের মধ্যে।

   

Nokia C12 Pro লঞ্চ করতে চলেছে সংস্থা।তাও মাত্র ৭০০০ টাকার মধ্যে। যদিও ফোনের ফিচারে কোনো রকম কাটছাট করেনি সংস্থা। ৬.৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের সাথে থাকছে ২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১২ এর সাথে থাকছে অক্টাকোর প্রসেসর। আর রেয়ার ক্যামেরা হিসাবে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের জুম লেন্স। তাই আপনার বাজেট যদি কম হয়ে থাকে সেই সাথে চান বিশ্বস্ত সংস্থার স্মার্টফোন তাহলে আপনার দিন গোনার পালা শেষ।

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular