নতুন ফোন চার্জ খাচ্ছে অনেক! খেয়াল রাখুন ফোনের ব্যাটারির

ফোনের ব্যাটারির ব্যবহার করে নতুন ফোন চার্জ খরচ করা একটি সাধারণ সমস্যা। এই সমস্যাটি সমাধান করতে কিছু টিপস অনুসরণ করলে ফোনের ব্যাটারি দ্বিগুণ সময় চলবে। অধিক চার্জ খরচ থেকে বাঁচতে আপনার ফোনের ব্যাটারির ব্যবহার সম্পর্কে সঠিক ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ।

Alt Text: Phone battery being charged to maintain health and longevity

ফোনের ব্যাটারির ব্যবহার করে নতুন ফোন চার্জ (Phone Charging) খরচ করা একটি সাধারণ সমস্যা। এই সমস্যাটি সমাধান করতে কিছু টিপস অনুসরণ করলে ফোনের ব্যাটারি দ্বিগুণ সময় চলবে। অধিক চার্জ খরচ থেকে বাঁচতে আপনার ফোনের ব্যাটারির ব্যবহার সম্পর্কে সঠিক ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সাম্প্রতিককালে আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলির মধ্যে যে স্মার্টফোন অন্যতম তা বলার অপেক্ষা রাখে না। কারণ বর্তমানে আমরা এই যন্ত্র ছাড়া একেবারেই অচল। এক কথায় আমরা ছোটখাটো কম্পিউটার বলতেই পারি, কারণ আধুনিক স্মার্টফোন ঠিক সেই রকমই সুবিধা দেয় আমাদের। অনলাইনে পড়াশোনা থেকে শুরু করে বিনোদন, হিসেব থেকে শুরু করে অনলাইন গেম, সিনেমা হলের টিকিট থেকে শুরু করে ভ্রমণের টিকিট এমনকি দূরের মানুষের সাথে সহজেই কথা বলা যায় এই মুঠো ফোনের মাধ্যমেই।

শুধু তাই নয়, অচেনা জায়গাই গেলে নতুন পথের দিশা দেখায় এই স্মার্টফোনই। আর ঠিক এই সমস্ত কারণেই একটা মুহূর্ত আমরা স্মার্টফোন ছাড়া থাকতে পারি না। তাই নিজের স্মার্টফোনের দিকে বিশেষ খেয়াল রাখা আমাদের সকলেরই প্রধান কাজ। তবে শুধু ডেটা ক্লিয়ার করে কিংবা একাধিকবার চার্জ দিলেই যে স্মার্টফোনের স্বাস্থ্য ভালো থাকে তা কিন্তু নয়।

আমরা সকলেই জানি এতো কিছুর পরেও স্মার্টফোন চার্জ খায় অনেকটাই। আর তার কারণ হিসাবে দায়ী বেশ কিছু অ্যাপ। তবে এই অ্যাপের মধ্যে রয়েছে বেশ কিছু প্রয়োজনীয় অ্যাপ যা ছাড়া আমরা অচল। আর তাদের মধ্যেই অন্যতম হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়াটস অ্যাপ, টিন্ডার, স্ন্যাপ চ্যাট, ইউটিউবের মতো অ্যাপ।

যারা আমাদের অজান্তেই রাক্ষসের মতো ব্যাটারি খায়। কিন্তু তাহলে করণীয় কি! কি করলে সুস্থ থাকবে ফোনের ব্যাটারি। এর জন্য মেনে চলতে হবে কতগুলি নিয়ম। প্রথমত কোনোদিন ফোন ফুল চার্জ করবেন না আবার একই ভাবে খেয়াল রাখবেন যাতে ফোনের চার্জ ২০ শতাংশের নীচে নেমে না যায়। পাশপাশি অ্যাপ ব্যবহারের পরে সেগুলি রানিং থাকে অনেকক্ষণ। ঠিক সেই কারণে ফোনের সেটিংয়ে ঢুকে অ্যাপের ডেটা ক্লিয়ার করবেন দিন অন্তত একবার হলেও।