বর্তমানে প্রায় গোটা বিশ্বে করোনা পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক। ধীরে ধীরে আগের ছন্দে ফিরেছে জনজীবন। কিন্তু তাতেও বদলে গিয়েছে অনেক কিছুই। আর এই বদলকে আরও একটি উস্কানী দিয়েছে আধুনিক প্রযুক্তি এবং ইন্টারনেট। বর্তমানে গোটা বিশ্বের প্রায় সিংহ ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। আর তার ফলে বাড়ি বসেই দেখতে পাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে গোটা বিনোদন জগৎ। করোনাকালে লকডাউন আমাদের সকলেরই জানা।
সেই সময় মানুষ বাড়ি বসেই বিনোদনের রসদ খুঁজে নিয়েছে ইন্টারনেটের মাধ্যমে। আর আমাজন প্রাইম, নেটফ্লিক্, হইচই এর মতো ওটিটি অ্যাপ তাতে আরও কিছুটা মান্যতা দিয়েছে। শুধু সিনেমা কিংবা সিরিজ নয় করোনার আরও একটি ইন্ডাস্ট্রি অনেকটাই এগিয়ে গিয়েছে আর তা হলো অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি। যদিও অনলাইন গেমিংয়ের ফলে অনেক ক্ষতির মুখে পড়েছে সাধারণ মানুষ, কিন্তু তাতেও থেমে থাকেনি এই প্রযুক্তি।
বরং বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এই ইন্ডাস্ট্রি। তাই সম্প্রতি নেটফ্লিক্সের মতো বিনোদন মাধ্যম নজর দিয়েছে অনলাইন গেমিংয়ের ওপর। সূত্রের খবর, আগামী কিছু মাসের মধ্যেই তারা আরও বেশ কিছু অনলাইন গেম নিয়ে আসছে তাদের প্ল্যাটফর্মে। যদিও আপাতত তাদের বেশ কিছু গেম রয়েছে, আর তাতে সাধারণ মানুষের বেশ ভালই প্রতিক্রিয়া মিলেছে। ঠিক সেই কারণেই এবার অন্য সংস্থার সাথে যুক্ত হয়ে প্রায় ৭০টির কাছাকাছি অনলাইন গেম নিয়ে আসতে চলেছে সংস্থা।