গেজেট দুনিয়াকে চমকে বহু প্রতীক্ষিত iPhone14 আত্মপ্রকাশ করল

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর,মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল গতকাল ৭ সেপ্টেম্বর বার্ষিক অনুষ্ঠানে আইফোন ১৪ (iPhone14) ও আইফোন ১৪ প্লাস ঘোষণা করেছে।…

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর,মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল গতকাল ৭ সেপ্টেম্বর বার্ষিক অনুষ্ঠানে আইফোন ১৪ (iPhone14) ও আইফোন ১৪ প্লাস ঘোষণা করেছে। এ ছাড়াও প্রতিষ্ঠানটি ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ আলট্রা ও এয়ারপডস প্রোর ঘোষণা করছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেছে নতুন আইফোনের। নতুন আইফোন দেখতে অনেকটাই আইফোন ১৩ এর মতোই। এতে সেলফি ক্যামেরা ও ফেস আইডি সেন্সরের নচ রয়েছে।

Advertisements

আইফোন ১৪ মডেলটিতে ৬.১ ইঞ্চির স্ক্রিন রয়েছে। ১৪ প্লাস মডেলটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির স্ক্রিন। প্লাস মডেলটিতে ব্যাটারির চার্জ থাকবে আরো অনেক বেশি সময় ধরে। দুটি মডেলেই এ১৬ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে।এতে থাকবে আইওএস ১৬ ও ৫জির সুবিধা। নতুন আইফোনের ক্যামেরাতেও থাকছে বিশেষত্ব। অ্যাপল এবার নতুন প্রো ক্যামেরা সিস্টেম যুক্ত করেছে। ৪৮ মেগাপিক্সেল মূল ক্যামেরার সঙ্গে কোয়াড পিক্সেল সেন্সর ও ফটোনিক ইঞ্জিন যুক্ত হয়েছে।এতে কোনো স্থানের আলোর পরিমাণ কম হলেও তাতে ভালো ছবি উঠবেন আইফোন ১৪ এর দাম ধার্য হয়েছে ৭৯৯ মার্কিন ডলার আর প্রো মডেলটির দাম হয়েছে ৮৯৯ মার্কিন ডলার।

   

মোবাইল ফোন ছাড়া এয়ারপডস প্রো এবং ওয়াচ সিরিজের ঘোষণা করেছে অ্যাপল। অ্যাপলের সিইও, টিম কুক অ্যাপলের এয়ারপডস প্রো-এর একটি নতুন মডেল ঘোষণা করেছেন, যা নয়েজ-বাতিল করার সঙ্গে ওয়্যারলেস ইয়ারবাড হিসেবে কাজ করবে।২৩ সেপ্টেম্বর থেকে এটি বাজারে আসবে। এর দাম ধার্য হয়েছে ২৪৯ মার্কিন ডলার।

তাপমাত্রা মাপার সেন্সরযুক্ত হয়েছে ওয়াচ সিরিজ ৮–এর।এটি আগের স্মার্টওয়াচ গুলির চেয়ে বেশি টেকসই। এতে শরীরের তাপমাত্রা মাপার সুবিধা থাকবে। এই ওয়াচ টি চারটে রঙে বাজারে পাওয়া যাবে যথা কালো, সোনালি, ধূসর ও লাল রঙের। অ্যালুমিনিয়ামের তৈরি মডেলটির দাম হবে ৩৯৯ মার্কিন ডলার আর সেলুলার সংযোগযুক্ত সংস্করণগুলোর দাম হবে ৪৯৯ মার্কিন ডলার।