নাম মাত্র দামে Motorola Edge 30 Ultra, জানুন সমস্ত ফিচার

motorola edge 30 ultra

বর্তমানে আমাদের দেশে যে সমস্ত নির্মাণকারী সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম হলো মোটোরোলা। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতের বাজারে একচেটিয়া ব্যবসা করছে এই সংস্থা। দামের দিক দিয়ে এবং পারফরম্যান্সের দিক দিয়ে খুব সহজে অন্যান্য নামি দামি ব্র্যান্ডকে পেছনে ফেলতে পারে এই সংস্থা।

Advertisements

বর্তমানে তারা সাধারণ মানুষের কথা ভেবে নিয়ে এলো এক দুর্দান্ত অফার। যার ফলে আপনি Motorola Edge 30 Ultra এই ফোনটি পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায়। বর্তমানে স্মার্টফোনটির বাজার মূল্য ৪০ হাজার টাকার উপরে। কিন্তু ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট আপনাকে দিচ্ছে এক দুর্দান্ত ছাড়। প্রথমে ফোনের বাজার মূল্যের ওপর পাঁচ শতাংশ ছাড় দিচ্ছে সংস্থা।

   

তাছাড়া আপনার যদি এক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন আরও হাজার টাকা ছাড়। তবে এখানেই শেষ নয়, আপনার বর্তমান স্মার্টফোনটির অবস্থা যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি পুরনো ফোনটিকে এক্সচেঞ্জ করে এই নতুন ফোনটি কিনতে পারেন। সেক্ষেত্রে প্রায় ৩৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আপনি।

Advertisements

অর্থাৎ এক ধাক্কায় স্মার্টফোনটির দাম নেমে যাচ্ছে ১০ হাজার টাকার নিচে। এই স্মার্টফোনের মধ্যে থাকছে 8gb RAM এবং 128gb ইন্টারনেট স্টোরেজ। এখানেই শেষ নয়, ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিনের সাথে থাকছে ৪৬১০ এমএইচ এর ব্যাটারি। অর্থাৎ এই স্মার্টফোনের ব্যাটারি লাইফ যে খুবই উন্নত মানের হবে সেটা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া ফটো প্রেমীদের জন্য দুর্দান্ত ফিচার নিয়ে এসেছে সংস্থা। স্মার্টফোনের মধ্যে থাকছে ২০০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং ৬০ মেক্সেলের ফ্রন্ট ক্যামেরা।