HomeBusinessTechnologyযে কোন সময় ফাটতে পারে ফোনের ব্যাটারি, আপনিও এই ভুলে করছেন না...

যে কোন সময় ফাটতে পারে ফোনের ব্যাটারি, আপনিও এই ভুলে করছেন না তো?

- Advertisement -

বৈদ্যুতিন সরঞ্জাম বেশি যত্নে রাখা প্রয়োজন। কারণ ইলেকট্রনিক জিনিসকে বেশ কিছুক্ষণ ব্যবহার করার পর দেখা যায় সেটি গরম হয়ে গেছে। এর মধ্যে অন্যতম হল মোবাইল ফোন। দৈনন্দিন কাজে ফোনের ব্যবহার একটু বেশিই হয়ে থাকে। সচেতনতার সঙ্গে এই ফোনের ব্যবহার না করে থাকলে গরমের কারণে এর ব্যাটারি ফেটে (Mobile Blast) যেতে পারে। যার কারণে ঘটতে পারে বিপত্তি। তাই এই বিপদ দূর করতে নিম্নে কয়েকটি উপায় দেওয়া রইল।

১. চার্জ দেবেন কতক্ষণ
আপনার ফোনে সম্পূর্ণ চার্জ শেষ হয়ে গেলেও আপনি একটানা সারাদিন চার্জ দিতে পারবেন না। এই চার্জ দেওয়া নির্ভর করে সম্পূর্ণ ফোনের ব্যাটারির ক্ষমতার উপর। তাই নিয়ম করে ২-৪ ঘণ্টা পর্যন্ত আপনি চার্জ দিলে আপনার ফোনের কম ক্ষতি হতে পারে।

   

২. চার্জে দিয়ে কথা বলবেন না
ফোনে কথা বলার জন্য বেশকিছু নিয়ম পালন করতে হয়। তার মধ্যে অন্যতম হল চার্জ দেওয়া। চার্জে থাকা কালীন এমনিতেই মোবাইল গরম হয়ে যায় তার উপর ব্যাটারিতে চাপ পরায় সেটি ফেটে যাওয়ার সম্ভবনা থাকে।

BSNL-এর এক রিচার্জে পান পাঁচ মাসের বেশি মেয়াদ সঙ্গে ৩২০ জিবি ডেটা

৩. রোদের মধ্যে ফোন রাখবেন না
আমারা প্রতি নিয়ত কোন না কোন কাজে ব্যস্ত থাকি। এই ব্যস্ততার মাঝে ভুল করে যদি আমাদের ফোনটি রোদে ফেলে রাখি সে ক্ষেত্রে ফোনের সমস্যা বেড়ে যায়।

৪. ক্ষতিগ্রস্থ ব্যাটারি ব্যবহার করবেন না
আমারা যে ফোন ব্যবহার করি সেই সকল ফোনের ব্যাটারি কি অবস্থায় আছে সে দিকে অনেক সময় নজর দিই না। সেই কারণে অনেক সময় দেখা যায় হয়ত সেই ফোনের ব্যাটারি থেকে ফ্লুরাইড বেরিয়ে আসছে। এই ভাবে ফ্লুইড বেরিয়ে এলে গরমের কারণে ফোন ক্ষতিগ্রস্থ হতে পারে।

৫. ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলা বন্ধ করুন
ফোন ব্যবহার করার সময় ঘন্টার পর ঘণ্টা কথা বললে ফোনের ক্ষতি হয়। ফোন গরম হয়ে যাওয়ার কারণে বিপদ বেড়ে যায়। তাই অধিক সময় কথা না বলে ফোনকে একটু বিশ্রাম দিন। নয়ত বিপদের সম্ভবনা বেড়ে যাবে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular