Phone Conversations: মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন? হতে পারে ভয়ংকর বিপদ! জানুন কি বলছে গবেষণায়

The Risks of Prolonged Mobile Phone Conversations: Insights from Research Studies

মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা (Phone Conversations) এখন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে অনেকের। বন্ধুর সাথে কথা বলা হোক কিংবা কর্মসংস্থানের কোনও আলোচনা, দীর্ঘক্ষণ ফোনে কথা বলার ভয়ংকর প্রভাব পড়তে পারে মানুষের শরীরে। সপ্তাহে আধঘন্টার বেশি ফোনে কথা বললে রক্তচাপের সম্ভাবনা প্রায় ১২ শতাংশ বেড়ে যায়, এমনটাই দাবি করছে গবেষকরা।

সমীক্ষায় দেখা গেছে গোটা বিশ্বের মোট জনসংখ্যার নিরিখে ১০ বছরের বেশি বয়সীদের এক তৃতীয়াংশেরই মোবাইল ফোন রয়েছে। আর এই মোবাইল থেকে যে রেডিও ফ্রিকোয়েন্সি বের হয় তা শরীরে উচ্চরক্তচাপের সম্ভবনাকে বাড়িয়ে দেয়। যা থেকে হতে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অকাল মৃত্যুর মতো ঘটনা।

   

আপনি কি জানেন ? আপনার হার্টের সুস্থতা নির্ভর করে আপনি কতক্ষণ ফোনে কথা বলছেন, তার উপর। এমনটাই উঠে এসেছে চীনের গুয়ানঝাউয়ের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায়। ইউরোপিয়ান হার্ট জার্নাল ডিজিটাল হেল্থ এই সংক্রান্ত তথ্য প্রকাশ করে।

মোবাইল ফোন ব্যবহারে মানুষের শরীরে কি কি প্রতিক্রিয়া হতে পারে তা নিয়ে একটি গবেষণা করা হয়েছিল। ৩৭ থেকে ৭৩ বছরের মধ্যে যাদের বয়স, এমন ২ লক্ষ ১২ হাজার ৪৬ জনের ওপর এই সমীক্ষা করা হয়। কত বছর ধরে তারা মোবাইল ফোন ব্যবহার করেন, সপ্তাহে কত ঘন্টা তারা ফোনে কথা বলেন, এইসব বিষয়ে খতিয়ে দেখা হয় সমীক্ষায়। এরই মধ্যে জানা গিয়েছে, পুরুষ ও মহিলা উভয়ই যারা প্রতি সপ্তাহে ৩০ মিনিট বা তার বেশি ফোনে কথা বলেন, তাদের ১২ শতাংশের উচ্চ রক্তচাপের সমস্যা আছে।

যারা সপ্তাহে ৪ থেকে ৫ ঘন্টা ফোনে কথা বলে সময় কাটান, তাদের ২৫ শতাংশেরই এই ঝুঁকি থাকে। তবে যারা দীর্ঘদিন ধরে মোবাইল কিংবা হ্যান্ডসফ্রি ব্যবহার করেন তাদের ঝুঁকি কতটা তা নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন