বর্তমানে সারাদিনের কাজের চাপে নিজেকে আলাদা করার সময় দেওয়া হয় না তাই বাড়ি ফিরে একমাত্র ভরসা বিভিন্ন ধরনের বিনোদন মাধ্যম যার মধ্যে অন্যতম জনপ্রিয় হলো ফেসবুক ইউটিউব এবং ইন্সটাগ্রামের (Instagram Reels) মত মাধ্যমগুলি। সাম্প্রতিক সময়ে এই ধরনের মাধ্যম ব্যবহার করেন না এরকম মানুষ খুব কম আছেন। সারাদিনে কাজের চাপ থেকে একটু মুক্তি পেতে নিজের মানসিক ক্লান্তিকে দূর করতে অনেকেই এই ধরনের বিনোদন মাধ্যম ব্যবহার করে থাকেন। তবে শুধু সাধারণ মানুষ নয় পাশাপাশি তারকারাও সমানভাবে অ্যাক্টিভ বিনোদন মাধ্যমে।
আর ঠিক সেই কারণে ইনস্টাগ্রাম করলে চোখে পড়ে বিভিন্ন তারকাদের অদেখা বিভিন্ন মুহূর্তের ছবি, মাঝেমধ্যেই তারা নিজেদের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন ভক্তদের সাথে। তবে বিনোদনের পাশাপাশি ইনস্টাগ্রাম এ রয়েছে আরো একটি ফিচার যা হল রিল। একটা সময় ভারতে চীনা অ্যাপ টিকটকের জনপ্রিয়তা ছিল চোখে পরার মত কিন্তু বিগত বেশ কিছু বছর আগে কেন্দ্রীয় সরকার সেই অ্যাপে নিষেধাজ্ঞা জারি করেছে।
আর ঠিক সেই কারণে মেটা তাদের ইনস্টাগ্রামে নিয়ে এসেছে রিলের ব্যবস্থা। আর এবার ইনস্টাগ্রামে রিল ভিডিও তৈরি করা আরো সহজ হয়ে গেল। এতদিন পর্যন্ত ভিডিও করার পর তা আবার নতুন করে এডিট করতে হতো তবে এবার থেকে সরাসরি নিজের পছন্দমত গানে ভিডিও করা যাবে এবং তা অনেক সহজেই এডিট করা যাবে। সেই সাথে জনপ্রিয়তার ভিত্তিতে পুরষ্কার দেবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।