টেক-বাজারে এল LAVA Z2S স্মার্টফোন, রইল বাজেট ফ্রেন্ডলি এই ফোনের একাধিক ফিচার

টেক ডেস্ক: ভারতের বাজারে একাধিক বিদেশি স্মার্টফোনকে টক্কর দিতে এবারে দেশি সংস্থা লাভা বাজারে লঞ্চ করল বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন LAVA Z2S। ৫০০০mAh ব্যাটারি সহ বেশ…

feature of new phone LAVA Z 25

টেক ডেস্ক: ভারতের বাজারে একাধিক বিদেশি স্মার্টফোনকে টক্কর দিতে এবারে দেশি সংস্থা লাভা বাজারে লঞ্চ করল বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন LAVA Z2S। ৫০০০mAh ব্যাটারি সহ বেশ কিছু অত্যাধুনিক ফিচার রয়েছে এই স্মার্টফোনে। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্টসহ লাভার অফিশিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন অফলাইন স্টোরেও পাওয়া যাচ্ছে এই ফোন।

LAVA Z2S স্মার্টফোনের ফিচার
১. এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির HD+IPS ডিসপ্লে। যার রেজোলিউশন ৭২০x১৬০০ পিক্সেল। এছাড়াও এই ফোনটি মিডিয়াটেক হেলিও প্রসেসরের মধ্যমে চালিত হবে।
২. এই ফোনের পিছনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। যা বিউটি মোড, নাইট মোড, এইচডিআর মোড এবং পোট্রেট মোড অফার করছে। এছাড়াও ফ্রন্টে রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি সেলফি শুটার।
৩. এই ফোনের ব্লুটুথ ভারসন দেওয়া হয়েছে v5। ৫০০০mAh ব্যাটারি সহ এই ফোনের ওজন ১৯০ গ্রাম।

   

LAVA Z2S স্মার্টফোনের দাম
আপাতত একটি সিঙ্গেল ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে এই ফোনটি। ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোনের দাম করা হয়েছে ৭,২৯৯ টাকা। তবে লঞ্চ অফারে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজনে এই ফোন ৭,০৯৯ টাকায় কেনা যাবে।

অন্যদিকে, ফ্লিপকার্টে এই ফোনের দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা। আপাতত LAVA Z2S স্মার্টফোনটি স্ট্রিপড ব্লু রং-এই পাওয়া যাবে।