এসে গেল Lava X3! মাত্র 6,999 টাকায়। কবে থেকে শুরু প্রি-বুকিং?

Lava ভারতে তার ‘X’ সিরিজ়ে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল। বিগত কয়েক মাস ধরে Blaze সিরিজ়ে একাধিক ফোন লঞ্চের পর এবার ‘X’ সিরিজ়ের নতুন ফোন…

lava x3

short-samachar

Lava ভারতে তার ‘X’ সিরিজ়ে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল। বিগত কয়েক মাস ধরে Blaze সিরিজ়ে একাধিক ফোন লঞ্চের পর এবার ‘X’ সিরিজ়ের নতুন ফোন আনল দেশি স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটি। নতুন ফোনের নাম Lava X3। এই ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে একটি মিডিয়াটেক হেলিও A22 12nm কোয়াড-কোর প্রসেসর। সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 গো এডিশন।

   

Lava X3 ভারতে লঞ্চ করা হয়েছে মাত্র 6,999 টাকায়। 20 ডিসেম্বর থেকে অ্যামাজ়নে এই ফোনটি অর্ডার করতে পারবেন কাস্টমাররা। এই ফোন যাঁরা প্রি-অর্ডার করবেন, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে একটি Probuds N11 ট্রু ওয়্যারলেস ইয়ারবাড পেয়ে যাবেন। ফোনটির মোট তিনটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে: আর্কটিক ব্লু, চারকোল ব্ল্যাক এবং লাস্টার ব্লু।

1) Lava X3 ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1600 X 720 পিক্সেলস।
2) পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে 2GHz কোয়াড-কোর মিডিয়াটেক হেলিও A22 12nm প্রসেসর। গ্রাফিক্সের জন্য রয়েছে IMG PowerVR GE-class GPU।
3) ফোনটিতে 3GB পর্যন্ত RAM এবং 32GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। এই স্টোরেজ আবার মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।

4) সফটওয়্যার হিসেবে ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 গো এডিশন দেওয়া হয়েছে। হাইব্রিড ডুয়াল সিমেরও অপশন রয়েছে।
5) দুটি ক্যামেরা রয়েছে ফোনের পিছনে, যার প্রাইমারি সেন্সর 8MP। সেকেন্ডারি হিসেবে একটি VGA ক্যামেরা রয়েছে এবং LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে তার সঙ্গে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
6) বায়োমেট্রিক সিকিওরিটির জন্য ফোনটিতে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
7 ) 4000mAh ব্যাটারি রয়েছে এই Lava হ্যান্ডসেটে, যা 10W চার্জিং সাপোর্ট করে।