HomeBusinessঅ্যামাজনে হাজির পোর্টেবল এয়ার কন্ডিশনার, বিদ্যুৎ ছাড়াই আপনাকে ঠান্ডা রাখবে ঘন্টা চারেক

অ্যামাজনে হাজির পোর্টেবল এয়ার কন্ডিশনার, বিদ্যুৎ ছাড়াই আপনাকে ঠান্ডা রাখবে ঘন্টা চারেক

- Advertisement -

গরমে নাজেহাল গোটা দেশ, বেশিরভাগ রাজ্যেই তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রী সেলসিয়াস। আর এক তাপমাত্রায় হাসফাঁস করছে সাধারণ মানুষ, সাময়িক বৃষ্টিতে স্বস্তি মিললেও তা খুব বেশি শান্তি দিচ্ছে না। অন্যদিকে তাপমাত্রা যে আরও কিছুটা বাড়বে এমন ইঙ্গিত দিয়েছে হওয়া অফিস। তাই সকলেই ভরসা রাখছেন এসি কিংবা কুলারের ওপর।

তবে সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে এসি কেনার সাধ্যের বাইরে, আর কুলার কোনো রকমে কিনলেও তাতে বেশি অসুস্থ হন মানুষ। অন্যদিকে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র কিনে ফেললেও বিদ্যুতের বিল নিয়ে চিন্তায় থাকে সকলেই। কারণ এসি যদি ঠিক ভাবে না চালানো হয় তাহলে বিদ্যুতের বিল মাত্রা ছাড়াই।

   

ঠিক সেই কারণে এসি কিনলেও চালাতে ভয় পান অনেকেই, আবার অনেক জায়গাতেই গরমকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। আর এই গরমে কারেন্ট না থাকলে তা যে একেবারেই সুখকর নয় সেটা অবশ্য আমাদের সকলেরই জানা। তাই এবার ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন নিয়ে এলো এমন এক পোর্টেবল মিনি এসি যা মুহূর্তের মধ্যে ঘর ঠান্ডা করবে।

Laotazi এয়ার কন্ডিশনার নামে এই মিনি শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র চুটিয়ে বিক্রি হচ্ছে অ্যামাজনে। যার মধ্যে রয়েছে ৪০০০ এমএইচ এর ব্যাটারি অর্থাৎ বিদ্যুৎ না থাকলেও কোনো রকম সমস্যা নেই। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই পোর্টেবল এসির বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকার কাছাকাছি, তবে অ্যামাজন এই গরমে সাধারণ মানুষের কথা ভেবে বিশেষ ছাড় দিচ্ছে। যার ফলে এই এসির দাম মাত্র ৯ হাজার টাকার কিছু বেশি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular