AC: একঘন্টা এসি চালিয়েও বিদ্যুতের বিল চড়ছে! কারণ জানলে অবাক হবেন

AC electricity bill

বর্তমানে রাজ্যে যে হারে তাপমাত্রা বেড়ে চলেছে তাতেই ছাড়া টেকা দায় হয়ে পড়েছে। বিকেলের দিকে কালবৈশাখীর বৃষ্টিতে সাময়িকভাবে স্বস্তি মিললো রাতে কিংবা দুপুরবেলায় ঘুমানোর সময় এসির প্রয়োজন পড়ছে এখনো। তাছাড়া এই গরমে নিজেকে ঠান্ডা রাখতে এসির জুড়ি মেলা ভার। তবে সাধারণত মধ্যবিত্ত বাড়িতে খুব একটা শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের দেখা মেলে না।

Advertisements

যদিও বর্তমানে অনেক আর্থিক প্রতিষ্ঠান মাসিক সামান্য কিস্তির বিনিময়ে এসে কেনার সুযোগ দিচ্ছে। সেই কারণে বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রিক দোকান থেকে দেদার বিকতে শুরু করেছে এসি। তবে পকেটের উপর চাপ দিয়ে এসি কিনে আনলেও বেশিরভাগ মানুষ একটি প্রধান কারণে এসি চালাতে পারেন না তা হলো বিদ্যুতের বিল।

সাধারণত আমাদের ঘরে ব্যবহৃত অন্যান্য সমস্ত বৈদ্যুতিক সামগ্রিক থেকে এসির বিদ্যুতের খরচ অনেকটাই বেশি হয় সেটা আমাদের সকলেরই জানা। তবে পাশাপাশি আরো কিছু কারণ থাকে যার জন্য বেশি বিদ্যুতের বিল বেশি খরচ করে। অনেকেই আছেন যারা সামান্য কিছুক্ষণ এসি চালিয়ে বন্ধ করে দেন। তারা ভাবেন এর ফলে এসির বিদ্যুৎ বিল অনেকটাই কম আসবে কিন্তু ঘটে ঠিক উল্টোটা।

Advertisements

সাধারণত আমরা রিমোট দিয়ে এসি বন্ধ করলেও অনেক ক্ষেত্রে দেখা যায় প্রযুক্তিগত ত্রুটির কারণে এসির বাইরের আউটডোর ইউনিটটি চালু রয়েছে অনেকক্ষণ ধরেই। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই এসির আউটডোর ইউনিট ছাদে কিংবা ঘর থেকে অনেকটা দূরে হয়, তাই আউটডোর ইউনিটটি চললেও বোঝা যায় না। ঠিক এই কারণে স্বল্প কিছুক্ষণ চালিয়ে এসি বন্ধ করে দিলেও বিদ্যুতের বিল অনেকটাই বেশি আসে। তাই বিশেষজ্ঞরা বলছেন শুধু রিমোট টিপে এসি বন্ধ করলে চলবে না সাথে মেন সুইচ টি অফ করে দিতে হবে।