phone safe: হাতে স্মার্টফোন নেই বর্তমানে এইরকম মানুষ হয়তো খুব কমই আছেন। কারণ সাম্প্রতিক সময়ে যে কোন কাজে আমাদের স্মার্টফোন খুবই দরকার, করোনা পরবর্তীকালে অনলাইন পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজ সমস্ত কিছুতেই স্মার্ট ফোনে জুড়ি মেলা ভার, অন্যদিকে একে অপরের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হলো স্মার্টফোন। এক কথায় বলা চলে, বর্তমান সমাজ স্মার্টফোনে আসক্ত হয়ে পড়েছে কিন্তু স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত চলে যাবে না তাই প্রয়োজনে সামান্য পরিমাণে হলেও স্মার্টফোন ব্যবহার করতে হয়।
অন্যদিকে বর্তমানে রাজ্য জুড়ে যা গরম পড়েছে তাতে স্মার্টফোন ব্যবহার করা দুর্বিসহ হয়ে উঠেছে। তবে শুধু স্মার্ট ফোন নয় পাশাপাশি ল্যাপটপ একইভাবে গরম হচ্ছে তাপে সামান্য কাজ করলে আর হাত দেওয়া যাচ্ছে না স্মার্টফোনে বিশেষ করে যারা প্রতিদিন বাড়ির বাইরে থাকেন কাজের সূত্রে তাদের ফোনে এই ধরনের সমস্যা অতিরিক্ত পরিমাণে দেখা যায়। আর তাই গ্রীষ্মকালে স্মার্টফোনকে কি করে ঠান্ডা করা যায় সেদিকে লক্ষ্য রাখছেন অনেকেই।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গ্রীষ্মকালে স্মার্টফোন বারবার চার্জ না দেওয়াই ভালো ফলে আগের থেকে অনেকটাই ঠান্ডা থাকবে আপনার ফোন। এছাড়া ফোনে যদি ব্যাক কভার থেকে থাকে তাহলে অধিকাংশ সময় সেটাকে খুলে রাখাই ভালো কারণ যে কোন সময় স্মার্টফোন ব্যবহার করলে তাতে স্বল্প পরিমাণে তাপ উৎপন্ন হয় আর যদি তাতে ব্যাক কভার লাগানো থাকে তাহলে সেই তাপ বেরিয়ে যেতে পারেনা। ফলে স্বাভাবিকভাবেই স্মার্টফোন অনেকটাই গরম হয়ে যায় তাছাড়া এই গরমে স্মার্টফোনে গেম খেলতে বারণ করছেন বিশেষজ্ঞরা।