ভারতের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর রিলায়েন্স জিও (Jio) এ বছর ভারতীয় মার্কেটে তাদের নয় বছর পূর্ণ করল এবং ইতিমধ্যেই সংস্থাটি ৫০ কোটিরও বেশি গ্রাহকসংখ্যার মাইলফলক ছুঁয়ে ফেলেছে। শুধু টেলিকম নয়, জিও এখন OTT মার্কেটেও ঝড় তুলেছে এবং JioHotstar-এর মাধ্যমে ইউজারদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত বিনোদনের অফার। সংস্থাটি ঘোষণা করেছে যে দেশের সব যোগ্য 5G গ্রাহকরা পাচ্ছেন পুরো ৯০ দিনের জন্য ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন।
কোন গ্রাহকরা পাবেন এই সুবিধা
জিও দেশের বিভিন্ন জায়গায় তাদের গ্রাহকদের জন্য আনলিমিটেড 5G ডেটা অফার করছে। তবে এই অফার সেইসব গ্রাহকদের জন্য প্রযোজ্য, যারা প্রতিদিন কমপক্ষে 2GB ডেটা সহ 4G বা তার বেশি ভ্যালিডিটি প্যাক দিয়ে রিচার্জ করছেন। আপনার যদি 5G স্মার্টফোন থাকে এবং আপনার এলাকায় জিও-র 5G পরিষেবা চালু হয়ে থাকে, তবে আপনি এই ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন। অর্থাৎ, আনলিমিটেড 5G ডেটার সঙ্গে মিলবে তিন মাসের জন্য বিনামূল্যের OTT সাবস্ক্রিপশন।
কীভাবে চেক করবেন সাবস্ক্রিপশন
সবচেয়ে সহজ উপায় হলো JioHotstar অ্যাপ বা ওয়েবসাইট-এ লগইন করা। আপনাকে প্রথমে অ্যাপ বা ওয়েবসাইট খুলে আপনার জিও নম্বর দিতে হবে এবং তারপর OTP ভেরিফিকেশনের মাধ্যমে লগইন করতে হবে। যদি আপনি যোগ্য হয়ে থাকেন, তবে কোনো চার্জ ছাড়াই সরাসরি কনটেন্ট প্লে করতে পারবেন।
যাঁরা অ্যাপ ব্যবহার করতে চান না, তাঁরা সরাসরি Jio-এর অফিসিয়াল ওয়েবসাইট-এ গিয়ে তাদের রিচার্জ প্ল্যান চেক করতে পারবেন। সেখানে আপনার সক্রিয় প্ল্যান সিলেক্ট করলে প্ল্যানের সমস্ত ডিটেলস দেখা যাবে। যদি আপনার প্ল্যানে Jio Unlimited Offer যুক্ত থাকে, তবে সেখানে স্পষ্টভাবে লেখা থাকবে যে আপনি পাচ্ছেন ৯০ দিনের জন্য ফ্রি JioHotstar OTT অ্যাক্সেস। তবে মনে রাখতে হবে, এই সুবিধা কেবলমাত্র সেইসব গ্রাহকদের জন্য, যারা এর আগে এই অফারের সুবিধা নেননি।
এলো ভারতের সবচেয়ে সস্তা Lava Bold N1 5G, মাত্র 6,749 টাকায় True 5G স্মার্টফোন
Jio-র দারুণ উপহার
জিও সবসময়ই তাদের গ্রাহকদের জন্য সাশ্রয়ী প্ল্যান এবং ভ্যালু-অ্যাডেড সুবিধা দিয়ে এসেছে। এবার ৯ বছরের উদযাপন উপলক্ষে এই ফ্রি OTT সাবস্ক্রিপশন নিঃসন্দেহে গ্রাহকদের জন্য এক বিশাল চমক। যারা নিয়মিত OTT কনটেন্ট উপভোগ করেন, তাঁদের জন্য এটি এক অসাধারণ সুযোগ যেখানে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই সিনেমা, সিরিজ এবং লাইভ শো উপভোগ করা যাবে।