আর বেশিদিন নয়, এবার থেকে ভারতে তৈরি হবে iPhone

আইফোন প্রেমীদের জন্য সুখবর। কারণ এবার থেকে ভারতের মাটিতেই পছন্দের iphone তৈরি করবে টাটা গ্রুপ। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে তবে এখনও টাটা গ্রুপের পক্ষ থেকে…

আইফোন প্রেমীদের জন্য সুখবর। কারণ এবার থেকে ভারতের মাটিতেই পছন্দের iphone তৈরি করবে টাটা গ্রুপ। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে তবে এখনও টাটা গ্রুপের পক্ষ থেকে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বর্তমানে আমাদের বাজারে রয়েছে বিভিন্ন নামিদামির সংস্থার স্মার্টফোন কিন্তু তাদের মধ্যে অন্যতম হলো অ্যাপেল।

Advertisements

তবে এই স্মার্টফোনের দাম অন্যান্য স্মার্টফোনের থেকে অনেকটাই বেশি তাই সাধারণ মানুষের ইচ্ছে থাকলেও চট করে iphone কিনতে পারেন না। তবে দেশের মাটিতে টাটা গ্রুপ আইফোন প্রস্তুত করলে তার নাম অনেকটাই কম হবে বলে আশাবাদী সাধারণ মানুষ। বিগত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল এমন কথা। তবে আর বেশি দেরি নয়, আগামী বছরের মধ্যেই ভারতের মাটিতে আইফোন প্রস্তুত করা শুরু করবে টাটা গ্রুপ।

   

মূলত আমাদের দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বিগত কয়েক বছর ধরে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের ওপর জোর দিয়েছেন। ঠিক সেই কারণেই এবার শুধু চীন থেকে ভারতের মাটিতে অ্যাসেম্বল হতে শুরু করবে iphone। ইতিমধ্যে samsung থেকে শুরু করে realme সমস্ত ধরনের স্মার্টফোন অ্যাসেম্বল করা হচ্ছে ভারতের মাটিতে।

দেশের মাটিতে আইফোন অ্যাসেম্বল করার জন্যই ইতিমধ্যে টাটা গ্রুপের পক্ষ থেকে প্রায় ১০ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে কর্নাটকের ফ্যাক্টরিতে। একই সাথে বিনিয়োগ করা হয়েছে প্রায় চার হাজার কোটি টাকা। সংস্থার পক্ষ থেকে জানা যাচ্ছে এবার iphone 14-এর নতুন ভেরিয়েন্টি প্রস্তুত করাবে ভারতে।