উৎসবের মরশুম শুরু হতেই বাজারে জমজমাট অফারের ঝড় বইছে। স্মার্টফোন থেকে শুরু করে বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রী – সব ক্ষেত্রেই এখন ডিসকাউন্ট এবং ক্যাশব্যাকের বন্যা। পুজোর আগে কেনাকাটা বাড়াতে আরও আকর্ষণীয় করে তুলতে আইসিআইসিআই ব্যাঙ্ক ঘোষণা করেছে তাদের বার্ষিক ফেস্টিভ বোনাঞ্জা অফারস। এবার শুধুমাত্র স্মার্টফোন বা iPhone 17 নয়, বরং ইলেকট্রনিক্স, ফ্যাশন, ট্রাভেল এবং গ্রোসারি সহ বিভিন্ন ক্যাটেগরিতে গ্রাহকরা পাবেন ৫০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ক্যাশব্যাকের সুবিধা। এই অফার মিলবে ব্যাঙ্কের ক্রেডিট-ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইএমআই এবং কনজিউমার ফাইন্যান্স-এর মাধ্যমে।
স্মার্টফোনে সর্বোচ্চ ক্যাশব্যাক
আইসিআইসিআই ব্যাঙ্ক এবারে ফ্লিপকার্ট-এর সঙ্গে হাত মিলিয়েছে এবং বিগ বিলিয়ন ডেজ সেলের সময় গ্রাহকরা পাবেন দুর্দান্ত ছাড়। এই সেল চলবে ২৩ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত। অফারের আওতায় গ্রাহকরা অনলাইন শপিংয়ে পাবেন ১০% অতিরিক্ত ডিসকাউন্ট এবং সর্বোচ্চ ৪,৫০০ টাকা পর্যন্ত সেভিংস। এর পাশাপাশি iPhone 17-এ এবং অন্যান্য অ্যাপল প্রোডাক্টে থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শুধু তাই নয়, ওয়ানপ্লাস স্মার্টফোনে মিলবে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় এবং নাথিং স্মার্টফোনে থাকবে চমকপ্রদ ১৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
আইফোন ফর লাইফ প্রোগ্রাম
অ্যাপল প্রেমীদের জন্য থাকছে আরও একটি বিশেষ সুবিধা। iPhone for Life প্রোগ্রাম-এর মাধ্যমে গ্রাহকরা আইফোন ১৭ কিনতে পারবেন মাত্র ৭৫% দাম দিয়ে, এবং সেই দাম পরিশোধ করতে পারবেন ২৪ মাসের নো-কস্ট ইএমআই-এর মাধ্যমে। ফলে যারা সর্বশেষ আইফোন নিতে চান কিন্তু একবারে পুরো টাকা দিতে চান না, তাদের জন্য এটি হতে পারে সেরা সুযোগ।
শুধু স্মার্টফোন নয়, আইসিআইসিআই ব্যাঙ্কের অফারে ইলেকট্রনিক্সেও থাকছে বাম্পার ডিসকাউন্ট। ক্রোমা এবং রিলায়েন্স ডিজিটাল-এ থাকছে হোম অ্যাপ্লায়েন্স ও গ্যাজেটস-এর উপর আকর্ষণীয় অফার। এর মধ্যে এলজি, হায়ার, প্যানাসোনিক, ব্লুস্টার এবং জেবিএল-এর মতো ব্র্যান্ডের প্রোডাক্টে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট। উৎসবের সময় টিভি, ফ্রিজ বা এসি আপগ্রেড করার জন্য এটি হতে পারে একেবারে সঠিক সময়।
অন্যান্য লোন এবং বিশেষ সুবিধা
স্মার্টফোন এবং ইলেকট্রনিক্স ছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্ক হোম লোন, অটো লোন, পার্সোনাল লোন এবং লোন এগেইনস্ট সিকিউরিটিজেও নিয়ে এসেছে বিশেষ অফার। নির্বাচিত কর্পোরেট গ্রাহকরা পাবেন বিশেষ সুদের হার এবং কম প্রসেসিং ফি-এর সুবিধা।
সব মিলিয়ে, উৎসবের মোরসুমে আইসিআইসিআই ব্যাঙ্কের এই ফেস্টিভ বোনাঞ্জা গ্রাহকদের দিচ্ছে সাশ্রয়ের সঙ্গে কেনাকাটার বাড়তি আনন্দ। আপনি যদি নতুন স্মার্টফোন, ইলেকট্রনিক্স বা বড়সড় হোম আপ্লায়েন্স কিনতে চান, তাহলে এই অফারগুলো হতে পারে আপনার জন্য এক দুর্দান্ত সুযোগ।