আভিজাত্য়ের বহিঃপ্রকাশে আইফোন (iPhone) অগ্রণী ভূমিকা পালন করে। পাশাপাশি অ্য়ান্ড্রয়েড-এর চিরাচরিত ঘরানা থেকে সরে এসে যারা স্রোতের উল্টোদিকে চলতে চান, তেমন ব্য়ক্তিবর্গের কাছে আইফোনের মাহাত্য অপরিসীম। এতকিছু বলার কারণ, ভারতের বাজারে সম্প্রতিই লঞ্চ হয়েছে আইফোন 16 (iPhone 16) সিরিজ। আজ থেকে আবার অনলাইন ও অফলাইনে এর বিক্রি শুরু হয়েছে। তাই সকাল থেকেই দেশের সমস্ত অ্য়াপেল স্টোরে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। বিশেষত, দেশের রাজধানী দিল্লি ও শিল্পনগরী মুম্বাইয়ে নতুন আইফোন কেনার লম্বা লাইন সকলের নজর কেড়েছে।
উল্লেখ্য়, অ্য়াপেল স্টোর খোলার সময় সকাল 9টা। কিন্তু তার আগে থেকেই শয়ে শয়ে ক্রেতা লাইনে দাঁড়িয়েছেন। অনলাইনে কিনলে ডেলিভারি কিছুদিন পর দেওয়া হয়। কিন্তু ততদিন অপেক্ষা করার মত ধৈর্য ধরতে না পেরে অবশেষে স্টোর থেকে হাতেহাতে কিনতে ছুটেছেন অসংখ্য মানুষ।
দিল্লির সাকেত ও মুম্বাইয়ের বিকেসি-তে অ্য়াপেলের অফিসিয়াল স্টোরের বাইরে কয়েকশো ক্রেতা নতুন আইফোন কেনার জন্য় লাইন দিয়েছেন। সোশ্য়াল মিডিয়ায় সেই চিত্র ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে। জানিয়ে রাখি, Blinkit ও BigBasket থেকেও আইফোন 16 কেনা যাচ্ছে। অর্ডার করার কয়েক মিনিটের মধ্য়েই ডেলিভারি পাওয়া যায় সেখান থেকে।
iPhone 16 সিরিজ: ভারতে দাম ও অফার
এদেশে আইফোন 16 মোট চারটি ভ্যারিয়েন্টে অফার করা হয়েছে। যথা – iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max। চলুন ভ্যারিয়েন্ট অনুযায়ী এগুলির দাম দেখে নেওয়া যাক।
iPhone 16: 128GB: Rs 79,900; 256GB: Rs 89,900; 512GB: Rs 1,09,900
iPhone 16 Plus: 128GB: Rs 89,900; 256GB: Rs 99,900; 512GB: Rs 1,11,900
iPhone 16 Pro: 128GB: Rs 1,19,900; 256GB: Rs 1,29,900; 512GB: Rs 1,49,900; 1TB: Rs 1,69,900
iPhone 16 Pro Max: 256GB: Rs 1,44,900; 512GB: Rs 1,64,900; 1TB: Rs 1,84,900
প্রসঙ্গত, ভারতীয় ক্রেতারা iPhone 16 দুটি আকর্ষণীয় অফারে কিনতে পারবেন। American Express, Axis Bank এবং ICICI ব্য়াঙ্কের কার্ড হোল্ডাররা 3-6 মাসের জন্য় নো কস্ট ইএমআই স্কিমের অফার পেয়ে যাবেন। আবার HDFC ব্য়াঙ্কের গ্রাহকরা 6,000 টাকা ইন্ট্য়ান্ট ক্য়াশব্য়াক অফার পাবেন। এছাড়াও Apple Trade-in ডিলে রয়েছে লোভনীয় অফার।