deleted messages: বার্তা মুছে গিয়েছে মেসেজিং অ্যাপ থেকে! কি করে দেখবেন জেনে নিন

বিংশ শতাব্দীর অন্যতম আবিষ্কার হলো স্মার্টফোন। বর্তমানে স্মার্টফোনের সাহায্যে বিশ্বের বিভিন্ন প্রান্তের ঘটে যাওয়া বিভিন্ন তথ্য আমরা মুহূর্তের মধ্যে বাড়ি বসে পেয়ে যাই তাই এক কথায় স্মার্টফোন ছাড়া চলা কার্যত অসম্ভব। অ

Recover deleted messages

বিংশ শতাব্দীর অন্যতম আবিষ্কার হলো স্মার্টফোন। বর্তমানে স্মার্টফোনের সাহায্যে বিশ্বের বিভিন্ন প্রান্তের ঘটে যাওয়া বিভিন্ন তথ্য আমরা মুহূর্তের মধ্যে বাড়ি বসে পেয়ে যাই তাই এক কথায় স্মার্টফোন ছাড়া চলা কার্যত অসম্ভব। অন্যদিকে একটা সময় ছিল যখন নিজের চেনা পরিচিতর সাথে কথা বলতে গেলে চিঠি আদান-প্রদান ছাড়া কোন উপায় ছিল না।

Advertisements

তবে স্মার্টফোনের দৌলতে সে সমস্ত দিন অনেক আগেই চলে গিয়েছে এখন যেখানে খুশি যখন খুশি অনায়াসে যোগাযোগ করা যায় তাছাড়া স্মার্টফোনের সাহায্যে এসেছে বিভিন্ন বিনোদন মাধ্যম। একই সাথে রয়েছে বিভিন্ন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। যার মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে কোন গুরুত্বপূর্ণ তথ্য কিংবা কথোপকথন একে অপরের সাথে করতে পারি।

   

তাছাড়া এর মাধ্যমে ভিডিও কলিং কিংবা অডিও কলিং এর মতো সুবিধাও দিয়ে থাকে সংস্থা। তাই বর্তমানে হোয়াটসঅ্যাপ কিংবা instagram এর মত মেসেজিং অ্যাপ ছাড়া কোন কাজই সম্ভব নয় তবে অনেক সময় ভুল মেসেজ ভুল লোকের কাছে পৌঁছে যায় সেটা অবশ্য আমরা সাথে সাথেই ডিলিট করে কারণ সম্প্রতি সেরকমই ফিচার নিয়ে এসেছে এই দুই সংস্থা। কিন্তু আপনি ইচ্ছে করলে সেই মুছে ফেলার মেসেজটি অনায়াসেই দেখতে পারেন।

তার জন্য প্রথমত আপনাকে যেতে হবে ফোনের সেটিংস অপশনে সেখানে খুঁজে নিতে হবে নোটিফিকেশন হিস্ট্রি। তারপর আপনার অনুমতি চাওয়া হবে, আপনি অনুমতি দিলে তবেই আপনার স্মার্টফোনে আসা যে মেসেজটি ডিলিট হয়েছে সেটি দেখতে পারবেন খুব সহজেই। তবে মনে রাখবেন মেসেজটি শুধুমাত্র ২৪ ঘন্টার জন্যই ফোনের মধ্যে থাকবে। তাই দেখতে হলে ২৪ ঘন্টার মধ্যেই আপনাকে সেই মেসেজটি দেখে নিতে হবে।